নিখোঁজের ১৩ ঘন্টা পর শঙ্খ নদে ভেসে উঠলো যুবকের লাশ

চন্দনাইশ প্রতিনিধি | রবিবার , ৬ এপ্রিল, ২০২৫ at ৬:২১ অপরাহ্ণ

চন্দনাইশের দোহাজারী বার্মা কলোনিতে বসবাসকারী রোমান (২৩) নামে এক যুবক নিখোঁজের ১৩ ঘন্টা পর শঙ্খ নদের দোহাজারী ব্রীজের নিজ থেকে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করে স্থানীয়রা।

আজ রবিবার দুপুর আড়াইটার দিকে তার লাশ নদীতে ভেসে উঠলে স্থানীয়রা লাশটি নদীর তীরে নিয়ে আসে। খবর পেয়ে চন্দনাইশ থানার একদল পুলিশ ঘটনাস্থলে এসে লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করে।

মারা যাওয়া রোমান কক্সবাজারের রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের আবু ছৈয়দের ছেলে। সে কাজের সন্ধানে ৮/৯ মাস আগে দোহাজারী বার্মা কলোনী এলাকায় আসে। বর্তমানে সে তৌহিদ নামে এক মাঝির সাথে কংকর ভাঙ্গা কাজ করছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, শঙ্খ ব্রীজের পার্শ্ববর্তী সাতকানিয়ার কালিয়াইশ ইউনিয়নের ১নং ওয়ার্ড পশ্চিম কাঠগড় এলাকায় বার্মা কলোনীতে গত শনিবার রাতে জুয়া খেলা ও ইয়াবা ব্যবসাকে কেন্দ্র করে দু’পক্ষের মারামারি হয়। রাত ১১ টা থেকে মারামারি শুরু হয়ে চলে রাত ২টা পর্যন্ত।

এক পর্যায়ে সেনাবাহিনী ও পুলিশ বাহিনী উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এসময় মারামারির ঘটনা দেখতে যায় রোমান।

স্থানীয়দের ধারণা রাত একটার সময় সে পরিস্থিতি বেগতিক দেঝে ঘটনাস্থল থেকে পালিয়ে আসার সময় শঙ্খ ব্রীজের উপর থেকে নদীতে পড়ে নিখোঁজ হয়। এরপর থেকে তার আর কোন হদিস পাওয়া যাচ্ছিল না। তাকে না পেয়ে তার মাঝি তৌহিদ চন্দনাইশ থানাসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও পায়নি।

অবশেষে আজ দুপুর আড়াইটার সময় তার লাশ দোহাজারী শঙ্খ ব্রীজের নিচে ভেসে উঠে। খবর পেয়ে চন্দনাইশ থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয় এবং লাশের সুরত হাল রির্পোট তৈরী করে।

চন্দনাইশ থানার ওসি মো. নুরুজ্জামান জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। তবে লাশের শরীরে কোন ধরনের আঘাতের চিহ্ন পাওয়া যায়নি বলে জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধবান্দরবানের রুমায় আফিমসহ ২ যুবক গ্রেফতার
পরবর্তী নিবন্ধদাখিল পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করল মছনের হাট উদ্দীপ্ত তরুণ সংঘ