বাঁশখালীর খানখানাবাদ ইউনিয়নের খুপিয়া ডোংরা এলাকায় নিখোঁজের পর পুকুরে মিলল তিন বছর বয়সী শিশুর মরদেহ। গতকাল বুধবার বেলা ১১টার দিকে নিখোঁজ হয় শিশুটি। পরিবারের সদস্য ও আত্মীয়–স্বজনেরা সারাদিন খোঁজাখুঁজির পরও তার সন্ধান পাচ্ছিলেন না। পরে রাতে বাড়ির পাশের পুকুরে তার মরদেহ পাওয়া যায়। নিহত শিশুর নাম মো. তাওয়াব (৩)। সে ওই এলাকার মো. রহিম ও রহিমা বেগম দম্পতির ছেলে। জানা যায়, নিখোঁজের পর শিশুটির বাবা–মাসহ পরিবারের স্বজনেরা সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে খোঁজে পেতে সাহায্যের আবেদন করেছিলেন। সারাদিন খোঁজাখুঁজির পর রাতে বাড়ির পাশে থাকা তিনটি পুকুরে খোঁজা শুরু হয়। পরে বাড়ির পাশের পুকুরেই পাওয়া যায় শিশু তাওয়াবের মরদেহ।