নিখোঁজের পরদিন শিশুটিকে পাওয়া গেল মুমূর্ষু অবস্থায়, হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু

বাঁশখালী প্রতিনিধি | মঙ্গলবার , ৯ ডিসেম্বর, ২০২৫ at ৬:৩৯ পূর্বাহ্ণ

বাঁশখালীর বৈলছড়িতে নিখোঁজ হওয়ার এক দিন পর নির্মাণাধীন একটি ভবনের নিচ থেকে মুমূর্ষু অবস্থায় মোহাম্মদ ওসমান (১০) নামের এক শিশুকে উদ্ধার করার পর তার মৃত্যু হয়েছে। উদ্ধারের পর আশংকাজনক অবস্থায় তাকে প্রথমে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয় সেখান থেকে চমেক হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। ঘটনাটি গত শনিবারের হলেও প্রকাশ হয় গতকাল সোমবার। ওসমান বৈলছড়ি ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের মৌলভী পাড়া এলাকার হাফেজ মৌলানা আবু বক্করের ছেলে। হাফেজ আবু বক্কর ও আমেনা বেগমের সংসারে তিন ছেলে দুই মেয়ের মধ্যে ওসমান ছিল দ্বিতীয় সন্তান, সে স্থানীয় একটি মাদ্রাসায় লেখাপড়া করত ।

স্থানীয় প্রত্যক্ষদর্শী এবং পরিবারের সদস্য সুত্রে জানা যায়, মোহাম্মদ ওসমান শুক্রবার (৫ ডিসেম্বর) বিকেল থেকে নিখোঁজ হয় । পরিবারের সদস্যরা সব জায়গায় তাকে সারারাত ধরে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে। পরে শনিবার সকালে বাঁশখালী গার্লস কলেজ সংলগ্ন নির্মাণাধীন একটি ভবনের নিচে স্থানীয় কয়েকজন শিশু ওসমানকে গুরুতর আহত অবস্থায় পড়ে থাকতে দেখে ভবনের কাজে নিয়োজিত মিস্ত্রীদের খবর দেয়। মিস্ত্রীরা ঘটনাস্থলে গিয়ে তাকে মুমূর্ষু অবস্থায় দেখতে পেয়ে পরিবারের সদস্যদের খবর দেন।

পরে পরিবারের লোকজন দ্রুত তাকে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা ওসমানকে মৃত ঘোষণা করেন। উদ্ধার কালে মোহাম্মদ ওসমান এর শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন দেখার কথা জানিয়েছেন পরিবারের সদস্যরা। তার বড় ভাই মুফিজের অভিযোগ, ওসমানকে কেউ মেরে আহত অবস্থায় নির্মাণাধীন ভবনের পাশে ফেলে রেখেছিল। স্থানীয়রাও বলেছেন, বাচ্চাটি যদি নির্মাণাধীন ভবনে খেলা করার সময় পড়ে আহত হতো, তাহলে তার শরীরে এত আঘাতের চি‎হ্ন (দাগ) থাকতো না। এ ঘটনাটি গতকাল সোমবার পরিবারের সদস্য ও স্থানীয়দের সূত্রে প্রকাশ পায়। স্থানীয় জনগণ ও পরিবারের সদস্যরা ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে মৃত্যুর প্রকৃত কারণ বের করার আহ্বান জানান।

বাঁশখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শুধাংশু শেখর হায়দার বলেন, ওসমানের মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয়ের জন্য লাশের ময়না তদন্ত করা হয়েছে এবং থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধবিটিভি-বেতারে সিইসির তফসিল-সংক্রান্ত ভাষণ রেকর্ড কাল
পরবর্তী নিবন্ধনিজ কক্ষে গৃহবধূর ঝুলন্ত লাশ, পাশে চিরকুট