নিখোঁজের একদিন পর নদীতে মিলল শিশুর মরদেহ

রাঙ্গুনিয়া প্রতিনিধি | বৃহস্পতিবার , ২৪ জুলাই, ২০২৫ at ৪:২৯ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়ায় নিখোঁজের একদিন পর ইছামতী নদী থেকে নাঈমা আক্তার () নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। গত মঙ্গলবার বিকেল থেকে নিখোঁজ থাকার পর গতকাল বুধবার তার মরদেহ উদ্ধার করা হয়। গতকাল বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার রাজানগর ইউনিয়নের ইছামতী নদীর রাজঘাটাকুল এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের সদস্যরা। নাঈমা একই এলাকার বাসিন্দা মুহাম্মদ আনোয়ারের মেয়ে।

জানা যায়, মঙ্গলবার বিকেল ৫টা থেকে নাঈমাকে পাওয়া যাচ্ছিল না। খেলতে বের হয়ে সবার অজান্তে নিখোঁজ হয়ে যায় সে। এরপর থেকে সম্ভাব্য অনেক জায়গায় খোঁজাখুঁজি করা হয় এবং মসজিদে মসজিদে মাইকিংও করা হয়। কিন্তু তাকে পাওয়া যায়নি। পরে কাউখালী ফায়ার স্টেশনে খবর দিলে তারা সকাল থেকে পার্শ্ববর্তী ইছামতী নদীতে উদ্ধারের কাজ চালায়। একপর্যায়ে বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে রাজঘাটাকুলের পশ্চিম পাশে বাড়ির আধা কিলোমিটারের মধ্যে ইছামতী নদী থেকে তার লাশ উদ্ধার হয়।

পূর্ববর্তী নিবন্ধরাঙামাটির উক্যছাইং মারমাকে অশ্রুসিক্ত বিদায়
পরবর্তী নিবন্ধঅশনাক্ত লাশের পরিচয় নির্ধারণে ডিএনএ পরীক্ষা