নিখোঁজের ৩ দিন পর নিজ উঠানের গর্তে মিলল ফকিরের লাশ

বাঁশখালী প্রতিনিধি | রবিবার , ২৩ নভেম্বর, ২০২৫ at ১২:৪৪ অপরাহ্ণ

চট্টগ্রামের বাঁশখালীতে নিখোঁজের ৩দিন পর নিজ উঠানের গর্তে থেকে আশরাফ মিয়া (প্রকাশ ফকিরের) লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিহত আশরাফ মিয়া (৬৫) উপজেলার কালীপুর ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডের পূর্ব টেমাপাড়া মৃত ফরিদের ছেলে।

রবিবার (২৩ নভেম্বর) সকালে উপজেলার কালীপুর ইউনিয়নের পূর্ব টেমাপাড়া থেকে এই মরদেহ উদ্ধার করা হয়।

পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, বিগত তিন দিন আগে আশরাফ মিয়া নিখোঁজ হয়, আজ সকালের দিকে নিজ বাড়ির উঠানে দক্ষিণ পাশে কমলা গাছে পানি দিতে আসলে গাছের নিছে নতুন মাটি দেখে সন্দেহ হলে মাটি খুঁড়ে দেখতে পাই তার পিতার লাশ।

বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম বলেন, লাশটির মাথায় কয়েকটি আঘাতের চিহ্ন পাওয়া গেছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধচিকিৎসা শেষে বাড়ি ফেরা হলো না চাচা-ভাতিজার, হাটহাজারীর সড়কে নিহত ২
পরবর্তী নিবন্ধডলফিন ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন