নিকেতন স্বাবলম্বীর খাদ্যসামগ্রী বিতরণ

| বৃহস্পতিবার , ২০ মে, ২০২১ at ১২:০২ অপরাহ্ণ

নগরীর বেসরকারী বহুমূখী সংস্থা নিকেতন স্বাবলম্বীর ব্যবস্থাপনায় ও সার্বিক তদারকিতে দেওয়ান বাজার মুজিব কলোনিতে প্রায় অর্ধশত কর্মহীন দুস্থ পরিবারের মাঝে এক সপ্তাহের খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এসব সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র কর্মকর্তা কবি প্রতিমা দাশ, সমাজসেবক বিধান নাথ, রাকেশ তালুকদার শুভ্র ও অভিজিৎ চৌধুরী প্রমুখ। বিতরণকালে বক্তারা বলেন, বৈশ্বিক মহামারী ও নানা কারণে আজ প্রতিটি সমাজে কর্মক্ষম মানুষরা অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়েছে। তাদের সাধ্যমত সাহায্যের হাত বাড়িয়ে দিতে হবে সমাজের সচ্ছল ব্যাক্তিদের। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআকবরশাহে যুবককে ছুরিকাঘাত
পরবর্তী নিবন্ধফিলিস্তিনে নারী ও শিশু হত্যা বন্ধে জাতিসংঘের হস্তক্ষেপ দাবি