বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রার সমিতির কেন্দ্রীয় সভাপতি মাওলানা শাহ মোহাম্মদ নেছারুল হক বলেছেন– বর্তমানে দেশের হাজার হাজার নিকাহ রেজিস্ট্রারগণ অবহেলিত। তাদের নেই কোন বেতন–ভাতা। কাবিননামা থেকে যা অর্জিত হয়, তা দিয়ে অফিস ভাড়া কিংবা অফিস সহকারীর বেতন–ভাতাও দিতে হয়। এমনকি অবসরকালীন সময়েও তারা সরকারি সকল সুযোগ– সুবিধা থেকে বঞ্চিত হয়। যা নিতান্তই দুঃখজনক। তিনি নিকাহ রেজিস্ট্রারদের অবসরকালীন পেনশন স্কিমের আওতায় আনাসহ তাদের যতদিন কর্মযোগ্যতা থাকে ততদিন তাদের লাইসেন্সের মেয়াদ বহাল রাখার সিদ্ধান্ত গ্রহণ এবং যাবতীয় সুযোগ–সুবিধা প্রদানের জন্য সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন। বাংলাদেশ মুসলিম বিবাহ রেজিস্ট্রার সমিতি চট্টগ্রামের উদ্যোগে গতকাল রোববার সকাল ১০ টায় নগরীর জিইসি মোড়স্থ একটি রেস্টুরেন্টে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।
বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রার সমিতি চট্টগ্রামের সভাপতি কাজি মোজাম্মেল হক চৌধুরীর সভাপতিত্বে অধ্যক্ষ কাজি সৈয়দ মুহাম্মদ আবু ছালেহের সঞ্চালনায় সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলা রেজিস্ট্রার মিশন চাকমা, প্রধান বক্তা ছিলেন–বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রার সমিতির কেন্দ্রীয় মহাসচিব মাওলানা কাজি মোহাম্মদ সেলিম রেজা। বিশেষ অতিথি ছিলেন– বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রার সমিতির নির্বাহী সভাপতি কাজি মাওলানা ইকবাল হোসেন, সিনিয়র সহ সভাপতি মাওলানা কাজি আলমগীর, সিনিয়র যুগ্ম মহাসচিব ড. মোহাম্মদ সেলিম উল্লাহ, সহ সভাপতি মাওলানা কাজি মোহাম্মদ ইউসুফ আলী চৌধুরী, কাজী মোহাম্মদ সোলায়মান চৌধুরী, কঙবাজার জেলার সভাপতি কাজী মনজুরুল আলম, মাওলানা শহিদুল হক চিশতী, কাজী মোহাম্মদ জামাল উদ্দীন, কাজী মোহাম্মদ সরোয়ারে আলম, কাজী নুরুল হুদা। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন – কাজী খায়রুল আলম, কাজী ফখরুল ইসলাম কাদেরী, কাজী বদরুজ্জামান নঈমী, কাজী আহমদ সৈয়দ, কাজী মোহাম্মদ জাহেদ, কাজী কফিল উদ্দীন লতিফি, কাজী জাহাঙ্গীর আলম হেলালী, কাজী নুর মোহাম্মদ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।