নিউ স্টার ক্রিকেট অ্যাকাডেমির জার্সি উন্মোচন

| সোমবার , ২৬ সেপ্টেম্বর, ২০২২ at ১২:০৭ অপরাহ্ণ

শেখ কামাল স্মৃতি অনূর্ধ্ব ১৬ ক্রিকেট টুর্নামেন্টে অংশগ্রহণের লক্ষ্যে নিউ স্টার ক্লাবের জার্সি উন্মোচন করেছেন চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি, রাউজান উপজেলা চেয়ারম্যান এহেছানুল হায়দর চৌধুরী (বাবুল)। অ্যাকাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক মোহাম্মদ নূরুদ্দিনের সভাপতিত্বে ও সাইফুল্লাহ্‌ চৌধুরীর সঞ্চালনায় অনাড়ম্বর অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিজেকেএস নির্বাহী সদস্য নাসির মিয়া ও কাউন্সিলর কাজী মো. জসিম উদ্দিন। প্রধান অতিথি দলটির সাফল্য কামনা করে মোনাজাত করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধফুটবল খেলতে কাতার যাচ্ছে নারী পথশিশুরা
পরবর্তী নিবন্ধদ্বিতীয় দিনে ৮টি ম্যাচ সম্পন্ন