নিউ মেক্সিকোয় আকস্মিক বন্যা, বাড়ি ও গাড়িতে আটকা বহু মানুষ

| বৃহস্পতিবার , ১০ জুলাই, ২০২৫ at ৭:২০ পূর্বাহ্ণ

যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো অঙ্গরাজ্যের পার্বত্য অবকাশযাপন শহর রুইডোসোতে ভারী বৃষ্টিতে দেখা দেওয়া আকস্মিক বন্যায় বাড়ি ও গাড়িতে বহু মানুষ আটকা পড়েছেন। মঙ্গলবারের এ বন্যা একটি পুরো বাড়িকে ভাসিয়ে নিয়ে গেছে বলে অঙ্গরাজ্যটির জরুরি বিভাগের এক কর্মকর্তা জানিয়েছেন। রয়টার্স জানিয়েছে, সামাজিক মাধ্যমে ও বিভিন্ন গণমাধ্যমে এই ঘটনার নাটকীয় ভিডিও ফুটেজে দেখা গেছে, ভিত্তিসহ উঠে আসা একটি পুরো বাড়ি বন্যায় প্লাবিত রিও রুইডোসো নদীর বাদামি, কর্দমাক্ত পানির সঙ্গে ভাটির দিকে ভেসে যাচ্ছে। খবর বিডিনিউজের।

নিউ মেক্সিকোর ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি অ্যান্ড ইমার্জেন্সি ম্যানেজমেন্টের এক মুখপাত্র ড্যানিয়েল সিলভা বলেছেন, আমি ভিডিওটি দেখেছি। আমরা জানি না ওই বাড়ির ভেতরে কেউ ছিলেন কি না। এই আকস্মিক বন্যায় কেউ নিহত বা আহত হয়েছেন কিনা তাৎক্ষণিকভাবে এ বিষয়ে নিশ্চিত কোনো খবর পাওয়া যায়নি। সিলভা জানিয়েছেন, স্থানীয় আইন প্রয়োগকারী ও ন্যাশনাল গার্ডের মাধ্যমে আগে থেকে প্রস্তুত করে রাখা জরুরি টিমগুলো রুইডোসো ও এর আশপাশে দ্রুতবেগে বইতে থাকা পানির কারণে বিভিন্ন বাড়িতে ও গাড়িতে আটকা পড়া অন্তত ৮৫ জনকে উদ্ধার করেছে।

তিনি জানান, প্রাথমিকভাবে রেকর্ড করা তথ্য অনুযায়ী মঙ্গলবার বিকালে আকস্মিক বন্যার সময় রিও রুইডোসো নদীর পানি সর্বোচ্চ ২০ দশমিক ২৪ ফুট (৬ দশমিক ২ মিটার) উচ্চতায় উঠে গিয়েছিল। রুইডোসোর আকস্মিক বন্যার চার দিন আগে প্রতিবেশী টেক্সাস অঙ্গরাজ্যের টেক্সাস হিল কান্ট্রিতে ভারী বর্ষণের পর গুয়াডালুপে নদী অববাহিকা এলাকায় সৃষ্ট প্রাণঘাতী হড়কা বানে ১০৯ জনের মৃত্যু হয়। ওই প্রাকৃতিক দুর্যোগে এখনো ১৮০ জনের মতো নিখোঁজ রয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধগাজায় রাস্তার পাশে পেতে রাখা বোমায় ৫ ইসরায়েলি সেনা নিহত
পরবর্তী নিবন্ধযুক্তরাজ্যে পোস্ট অফিস কেলেঙ্কারি, ১৩ আত্মহত্যা