নিউ মার্কেট মোড়ে বিকাল ৪টার আগে হকার নয়

নির্দেশ না মানলে আইনানুগ ব্যবস্থা, সতর্ক করলেন মেয়র

আজাদী প্রতিবেদন | বুধবার , ৫ নভেম্বর, ২০২৫ at ৬:০১ পূর্বাহ্ণ

নগরের নিউ মার্কেট মোড়ে বিকাল ৪টার আগে হকারদের না বসার নির্দেশনা দিয়েছেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন। নির্দেশ অমান্য করলে উচ্ছেদ অভিযানসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সতর্ক করেন তিনি। গতকাল মঙ্গলবার বিকালে নিউ মার্কেট মোড়ে হকার উচ্ছেদে অভিযান চালাতে গিয়ে তিনি এসব কথা বলেন। এর আগে মেয়র অভিযানে আসবেন খবর পেয়ে শত শত হকার জড়ো হন সেখানে। মেয়রের বক্তব্যে বিকাল ৪টার পর থেকে ব্যবসা করার আশ্বাস পেয়ে উপস্থিত হকাররা মিছিল করতে থাকেন। এ সময় তারা স্লোগান দেন, ‘শাহাদাত ভাইয়ের ঘোষণা, হকার উচ্ছেদ চলবে না’।

চসিক সূত্রে জানা গেছে, দায়িত্ব নেয়ার পরই ফুটপাতে হকারদের বসার জন্য বিকাল ৪টা থেকে সময় নির্ধারণ করে দিয়েছিলেন মেয়র। কিন্তু সম্প্রতি তারও আগে থেকে হকাররা বসতে শুরু করে। তাই গতকাল অভিযানে গিয়ে হকারদের সতর্ক করে দেন তিনি। এ সময় তিনি বলেন, নিউ মার্কেট মোড় নগরীর একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকা। এখানে হকার ব্যবসার নামে সড়ক, ফুটপাত দখল করে কোনো স্থায়ী অবকাঠামো করা যাবে না। করলে উচ্ছেদ করা হবে।

তিনি বলেন, নিউ মার্কেট মোড়ে বিকাল ৪টার আগে কেউ হকার ব্যবসা করতে পারবেন না। ৪টার পর থেকে রাত পর্যন্ত হকাররা ব্যবসা করতে পারবেন। তবে কোনো স্থায়ী কাঠামো করা যাবে না। কেউ হকার ব্যবসা করতে চাইলে চাকাযুক্ত গাড়ি বা হাতে করে পণ্য এনে বিক্রি করতে পারবেন। কেউ নিউ মার্কেট মোড়ে স্থায়ী অবকাঠামো করলে তা উচ্ছেদ করা হবে। আর যারা ব্যবসা করবেন তারা তাদের ব্যবসার ময়লা অবশ্যই পরিষ্কার করে যাবেন। অনেকে ব্যবসা করার জন্য ছাতা বসাচ্ছেন। তারা এমনভাবে ছাতা বসাবেন না যাতে পথচারীদের অসুবিধা হয়। কেউ যাত্রী ও পথচারীদের অসুবিধা সৃষ্টি করে ফুটপাতসড়ক দখল করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

চসিকের স্পেশাল ম্যাজিস্ট্রেট মো. সোয়েব উদ্দিন খান, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা অভিষেক দাশসহ পরিচ্ছন্ন বিভাগের কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে সাবেক কাস্টমস কর্মকর্তা ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের ২ মামলা
পরবর্তী নিবন্ধবন্দরের ট্যারিফ নিয়ে ১০ নভেম্বর বৈঠক, আসছেন উপদেষ্টা