নিউ মার্কেট মোড়ে ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচি

হাদি হত্যার বিচার দাবি

আজাদী প্রতিবেদন | রবিবার , ২৮ ডিসেম্বর, ২০২৫ at ৫:৩০ পূর্বাহ্ণ

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি হত্যার বিচার দাবিতে নগরীর নিউ মার্কেট মোড়ে অবস্থান কর্মসূচি পালন করেছে সংগঠনটির নেতাকর্মীরা। গতকাল শনিবার বিকাল ৪টার সময় ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা এ অবস্থান কর্মসূচি পালন করেন। হাদি হত্যার বিচার চেয়ে সন্ধা ৬টা পর্যন্ত তারা নানা স্লোগান দেন। সংগঠনটির এ অবস্থান কর্মসূচির কারণে নিউ মার্কেট মোড়সহ সংশ্লিষ্ট এলাকায় যানজট হয়। ভোগান্তির শিকার হতে হয় যাত্রীসহ সাধারণ মানুষকে।

অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণকারী নেতাকর্মীরা জানিয়েছেন, হাদি হত্যায় জড়িতদের বিচার নিশ্চিত করতে হবে। অবিলম্বে খুনিদের গ্রেপ্তার করতে হবে। এটাই তাদের একমাত্র দাবি।

এর আগে গত শুক্রবার ওসমান হাদি হত্যার বিচার দাবিতে দেশব্যাপী বিক্ষোভের অংশ হিসেবে নগরীর আন্দরকিল্লা শাহী জামে মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করেছিল ইনকিলাব মঞ্চ।

পূর্ববর্তী নিবন্ধখাগড়াছড়ি সদর হাসপাতালের নির্মাণ কাজ শেষ হয়নি ৭ বছরেও
পরবর্তী নিবন্ধআওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ৪ নেতা গ্রেপ্তার