নিউ মার্কেট থেকে মদুনাঘাট পর্যন্ত বাস সার্ভিস চালু করা হোক

| বুধবার , ১৩ জানুয়ারি, ২০২১ at ৮:২৪ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মহানগরীর উপকণ্ঠে অবস্থিত মদুনাঘাট, নজুমিঞাহাট, কুয়াইশ কলেজ এবং ধোপপোল এলাকা। এলাকাগুলো মাদার্শা শিকারপুর, বুড়িশ্চর ইউনিয়ন এবং মোহরা ও চান্দগাঁও এলাকার অন্তর্গত। উক্ত এলাকা সমূহের শত শত অধিবাসীর প্রায় প্রত্যেকদিনই চট্টগ্রাম শহরে নিয়মিত আসা যাওয়া করতে হয়। এদের অনেকেই ছাত্র, ব্যবসায়ী, চাকুরীজীবীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। চট্টগ্রাম শহরে আসা যাওয়ার পথে পর্যাপ্ত যানবাহনের স্বল্পতায় তাদের চরম ভোগান্তিতে পড়তে হয়। কয়েক বছর আগে ৬ নং তরী নামে একটি গাড়ি নিউ মার্কেট থেকে মদুনা ঘাট পর্যন্ত চলাচল করত। বর্তমানে ঐ রুটে কোন বাস সার্ভিস চালু নাই। আমরা জানি, চট্টগ্রাম শহরের মূল কেন্দ্র থেকে কালুরঘাট, চৌধুরী হাটসহ অন্যান্য সব রুটে পর্যাপ্ত পাবলিক বাস সার্ভিস চালু রয়েছে। কিন্তু অত্যন্ত দুঃখ এবং পরিতাপের বিষয় এই রুটের যাত্রীদের অবর্ণনীয় দুর্দশার ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ চরম উদাসীনতার পরিচয় দিয়ে চলেছেন। তাই যথাযথ কর্তৃপক্ষের কাছে বিনীত নিবেদন-অবিলম্বে এই রুটে বাস সার্ভিস চালু করে সংশ্লিষ্ট এলাকার জনগণের যাতায়াত সমস্যা সমাধানের প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবেন।
শেখ মোজাফ্‌ফর আহমদ, ফোররখ সেন্টার, নজুমিঞাহাট, চট্টগ্রাম।

পূর্ববর্তী নিবন্ধকবি ও ঔপন্যাসিক জেমস জয়েস : বিশ্ব সাহিত্যের অনন্য রূপকার
পরবর্তী নিবন্ধকৌতুক কণিকা