কোয়ালিটি স্কুল অব ক্রিকেট আয়োজিত মুজিব শতবর্ষ টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের গ্রুপ পর্বের গতকালের খেলায় জয় পেয়েছে নিউ ক্রিকেট একাডেমি এবং পারভেজ স্মৃতি সংঘ। দিনের প্রথম ম্যাচে নিউ ক্রিকেট একাডেমি ৩০ রানে কিংস ক্রিকেট একাডেমিকে পরাজিত করে। টসে হেরে প্রথমে ব্যাট করতে নামা নিউ ক্রিকেট একাডেমি নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১২৭ রান সংগ্রহ করে। জবাবে কিংস ক্রিকেট একাডেমি ১৯.৪ বলে ৯৬ রান করে অল আউট হয়ে যায়। বিজয়ী দলের তুর্কি ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়। খেলা শেষে তার হাতে পুরস্কার তুলে দেন গুডবাই ইনকর্পোরেশনের স্বত্ত্বাধীকারী মাকসুদুল হাসান রাহাত।
দিনের দ্বিতীয় খেলায় পারভেজ স্মৃতি সংঘ ৭ উইকেটে ক্যাপিটাল ব্রাদার্স ক্রিকেট একাডেমিকে পরাজিত করে। প্রথমে ব্যাট করতে নেমে পারভেজ স্মৃতি সংঘ নির্ধারিত ২০ ওভারে ১২৭ রান সংগ্রহ করে। জবাবে পারভেজ স্মৃতি সংঘ মাত্র ১২ ওভারে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। বিজয়ী দলের সাইদুল ইসলাম তুহিন ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়। খেলা শেষে তার হাতে পুরস্কার তুলে দেন বেঙ্গল শেখ কর্পোরেশন এর এজিএম প্রবীর চন্দ্র সিকদার।