কোয়ালিটি স্কুল অব ক্রিকেট আয়োজিত মুজিব শতবর্ষ টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের গ্রুপ পর্বের গতকালের খেলায় জয় পেয়েছে নিউ ক্রিকেট একাডেমি এবং ক্যাপিটাল ব্রাদার্স । কোয়ালিটি স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের প্রথম ম্যাচে নিউ ক্রিকেট একাডেমি ১০ রানে পারভেজ স্মৃতি সংসদকে পরাজিত করে। টসে হেরে প্েরথমে ব্যাট করতে নামা নিউ ক্রিকেট একাডেমি নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৬১ রান সংগ্রহ করে। জবাবে পারভেজ স্মৃতি সংসদ ১৯.৩ ওভারে ১৫১ রানে অলআউট হয়ে যায়। বিজয়ী দলের অভি ৪০ বলে ৫৮ রান করার পাশাপাশি ৩.৩ ওভার বল করে ২৫ রানে ৪ উইকেট নিয়ে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়। খেলা শেষে তার হাতে পুরষ্কার তুলে দেন চান্দগাঁও এলাকার শহীদ পাড়া মহল্লা কমিটির সভাপতি হাজী মোহাম্মদ ইদ্রিস।
দিনের দ্বিতীয় খেলায় ক্যাপিটাল ব্রাদার্স ১২ রানে পরাজিত করে কিংস ক্রিকেট একাডেমিকে। টসে জিতে প্রথমে ব্যাট করতে নামা ক্যাপিটাল ব্রাদার্স ১৭.৪ ওভারে ১০৬ রানে অল আউট হয়। জবাবে কিংস ক্রিকেট একাডেমি ১৯.৫ ওভারে ৯৪ রান তুলতে সক্ষম হয়। বিজয়ী দলের আজাদ ২৭ বলে ৩৪ রান করার পাশাপাশি ৪ ওভার বল করে ১৭ রানে ১ উইকেট নিয়ে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়। খেলা শেষে তার হাতে পুরষ্কার তুলে দেন জাতীয় শ্রমিক লীগ চান্দগাঁও থানার সভাপতি আসগর আলী তালুকদার।