নিউ ইয়র্কে মেয়র নির্বাচনের আগে মামদানিকে ফোন ওবামার, প্রচারণার প্রশংসা

| সোমবার , ৩ নভেম্বর, ২০২৫ at ৯:০৪ পূর্বাহ্ণ

নিউ ইয়র্কের মেয়র হওয়ার দৌড়ে থাকা জোহরান মামদানিকে ফোন করে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা তার নির্বাচনী প্রচারণার প্রশংসা করেছেন। ৩৪ বছর বয়সী এ ডেমোক্র্যাট নির্বাচনে জিতলে ওবামা পরামর্শদাতা হিসেবে তার পাশে থাকারও প্রস্তাব দিয়েছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

নিউ ইয়র্ক টাইমস প্রথম মামদানিকে ওবামার ফোনের খবর দেয়। পরে মামদানির মুখপাত্রও শনিবার সাবেক প্রেসিডেন্টের করাু ফোনের বিষয়টি নিশ্চিত করেন। (সাবেক) প্রেসিডেন্ট ওবামার সমর্থনমূলক কথাকে স্বাগত জানিয়েছেনে জোহরান মামদানি, আমাদের শহরে নতুন ধরনের রাজনীতি নিয়ে আসার গুরুত্ব নিয়ে দুজনের আলাপচারিতা হয়েছে, বলেছেন মামদানির মুখপাত্র ডোরা পেকেক। খবর বিডিনিউজের।

উগান্ডায় জন্ম নেওয়া মামদানি নিউ ইয়র্ক রাজ্যের আইনসভার সদস্য। মঙ্গলবারের নির্বাচনের আগে হওয়া জনমত জরিপগুলোতে তিনি তার প্রধান প্রতিদ্বন্দ্বী সাবেক গভর্নর অ্যান্ড্রু কুমোর চেয়ে অনেক এগিয়ে আছেন বলে দেখা যাচ্ছে। ডেমোক্র্যাট দলের বাছাইয়ে মামদানির কাছে হেরে যাওয়ার পর কুমো স্বতন্ত্র হিসেবে নির্বাচন করছেন। রিপাবলিকানদের প্রার্থী হয়েছেন স্বেচ্ছাসেবী সংগঠন গার্ডিয়ান এঞ্জেলসের প্রতিষ্ঠাতা কার্টিস স্লিওয়া। এ বছরের ২৪ জুন দলের প্রার্থী নির্বাচনের প্রাইমারিতে সহজে জয় লাভ করে রাজনৈতিক পর্যবেক্ষকদের চমকে দেন মামদানি।

এরপর তার প্রতি সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস, নিউ ইয়র্কের গভর্নর ক্যাথি হচুল থেকে শুরু করে ডেমোক্র্যাটদের অনেক শীর্ষ সমর্থন ব্যক্ত করেন। ছোট দাতাদের দেওয়া ধারাবাহিক আর্থিক সহায়তা তার প্রচারণার গতিও বেশ সচল রেখেছে। ভারতীয় চলচ্চিত্রকার মীরা নায়ারের ছেলে মামদানির প্রতিশ্রুতির মধ্যে আছে নিউ ইয়র্কের ধনীদের কর বাড়ানো, কর্পোরেশন কর বৃদ্ধি, অ্যাপার্টমেন্টের ভাড়া নিয়ন্ত্রণের মধ্যে রাখা ও সরকারি ভর্তুকিতে বাসস্থানের পরিমাণ বাড়ানো। এসব কার্যকর হলে তা বড় কোম্পানি বা বিনিয়োগকারীদের ধরে রাখার ক্ষেত্রে নিউ ইয়র্ক পিছিয়ে পড়তে পারে বলে অর্থনৈতিক মহলে শঙ্কা রয়েছে। তার উত্থান যুক্তরাষ্ট্রজুড়ে ডেমোক্রেটিক পার্টির জন্য একই সঙ্গে সম্ভাবনা ও ঝুঁকিও সৃষ্টি করেছে। মামদানির মতো তরুণ ভোটারদের আকৃষ্ট করতে পারা নেতৃত্বই তাদের এ মুহূর্তে দরকার, কিন্তু মামদানি যেভাবে ইসরায়েলের সমালোচনা করেন এবং নিজের গণতান্ত্রিক সমাজতন্ত্রের প্রচার করেন তা রিপাবলিকানদের হাতে আক্রমণের বড় অস্ত্র তুলে দিতে পারে বলে আশঙ্কাও রয়েছে, বলছেন বিশ্লেষকরা।

পূর্ববর্তী নিবন্ধযুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাত হাসপাতালে ১০ জন
পরবর্তী নিবন্ধসিরিয়ার কোনো রাষ্ট্রপ্রধান হিসেবে প্রথমবার ওয়াশিংটন যাচ্ছেন শারা