নিউ ইয়র্কে বাংলাদেশি পুলিশ সংগঠনে নতুন নেতৃত্ব

| মঙ্গলবার , ২৭ জানুয়ারি, ২০২৬ at ১১:০১ পূর্বাহ্ণ

নিউ ইয়র্ক পুলিশ বিভাগে কর্মরত বাংলাদেশিআমেরিকান কর্মকর্তাদের সংগঠন ‘বাংলাদেশি আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশন’ (বাপা)-এর নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে ক্যাপ্টেন এ কে এম প্রিন্স আলম এবং একই প্যানেল থেকে সাধারণ সম্পাদক পদে ডিটেকটিভ জামিল সারওয়ার জনি নির্বাচিত হয়েছেন। ২০২৬২০২৭ মেয়াদের কার্যনির্বাহী কমিটির এই নির্বাচন গত শুক্রবার ভার্চুয়াল মাধ্যমে অনুষ্ঠিত হয়। খবর বিডিনিউজের।

সংগঠনের মোট ৮০৫ জন সদস্যের মধ্যে ভোট দেন ৬১২ জন। সভাপতি ও সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হয়েছেন অপর প্যানেলের প্রার্থী লেফটেন্যান্ট সুজাত খান এবং সার্জেন্ট মেহেদী মামুন। নির্বাচনে বিজয়ী কর্মকর্তারা হলেন : প্রথম সহসভাপতি এসডিএস এরশাদ সিদ্দিকী, দ্বিতীয় সহসভাপতি টিএস আলী চৌধুরী, কোষাধ্যক্ষ লেফটেন্যান্ট শেখ আহমেদ, সহকোষাধ্যক্ষ সার্জেন্ট সোনিয়া বড়োয়া, সার্জেন্টঅ্যাটআর্মস সার্জেন্ট শিব্বির আহমেদ, মিডিয়া লিয়াজোঁ সার্জেন্ট জসিম মিয়া, ইভেন্ট কোঅর্ডিনেটর পিও মোহাম্মদ ইসলাম রিপন, কমিউনিটি আউটরিচ কোঅর্ডিনেটর সার্জেন্ট মো. লতিফ এবং করেসপন্ডিং সেক্রেটারি টিএস মহিউদ্দিন আহমেদ।

নির্বাচন সম্পন্ন করার দায়িত্বে ছিলেন নির্বাচন কমিশনের সদস্য লেফটেন্যান্ট মোহাম্মদ এফ খান, ক্যাপ্টেন হোসেন ইসলাম ও সার্জেন্ট কে এম হাসনাত। ফলাফল ঘোষণার পর নির্বাচন কমিশন নবনির্বাচিতদের অভিনন্দন জানান এবং নির্বাচনে অংশগ্রহণকারী সব প্রার্থী, ভোটার ও সংশ্লিষ্টদের কৃতজ্ঞতা জানান।

বাপার পক্ষ থেকে জানানো হয়, সংগঠনটির ১১ বছরের ইতিহাসে এই প্রথম সদস্যদের প্রত্যক্ষ ভোটে নির্বাচন অনুষ্ঠিত হলো। শিগগিরই নবনির্বাচিত কমিটির নেতারা শপথ নেবেন।

পূর্ববর্তী নিবন্ধআগামী নির্বাচন হবে শান্তি ও সমৃদ্ধির রাউজান গড়ার
পরবর্তী নিবন্ধশিক্ষার্থীদের সুস্বাস্থ্য নিশ্চিত করবে চসিক : মেয়র