নিউ ইয়র্কে গোপন চীনা পুলিশ স্টেশন পরিচালনার অভিযোগে গ্রেপ্তার ২

| বুধবার , ১৯ এপ্রিল, ২০২৩ at ৫:৪২ পূর্বাহ্ণ

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে চীনের পুলিশ বাহিনীর হয়ে গোপন স্টেশন পরিচালনার অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে এফবিআই। স্টেশনটি যুক্তরাষ্ট্রে বসবাসকারী চীনা ভিন্নমতাবলম্বীদের ওপর নজরদারি করতে ঘাঁটি হিসেবে ব্যবহার করা হতো বলে জানিয়েছে মার্কিন কেন্দ্রীয় আইনপ্রয়োগকারী সংস্থাটি। সোমবার গ্রেপ্তার হওয়া লু জিয়ানওয়াং (৬১) ও চেন জিনপিং (৫৯) নিউ ইয়র্কের বাসিন্দা। যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষকে না জানিয়ে ২০২২ সালের ফেব্রুয়ারিতে ম্যানহ্যাটনের চায়না টাউনে স্টেশনটি স্থাপন করা হয়েছিল আর পরে ওই বছরের শরতে সেটি বন্ধ হয়ে যায় বলে অভিযোগ। খবর বিডিনিউজের।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, লু ও চেনের বিরুদ্ধে চীন সরকারের গোয়েন্দা হিসেবে কাজ করার ষড়যন্ত্র ও বিচারে বাধা দেওয়ার অভিযোগ আনা হয়েছে। সোমবার তাদের ব্রুকলিনের ফেডারেল আদালতে হাজির করা হবে বলে ধারণা করা হচ্ছে। চীন ও ইরানের মতো প্রতিপক্ষগুলো যুক্তরাষ্ট্রের বসবাস করা রাজনৈতিক ভিন্নমতাবলম্বীদের ভয় দেখানোর চেষ্টা করছে, এমন অভিযোগের প্রেক্ষিতে মার্কিন বিচার মন্ত্রণালয় তাদের কথিত আন্তর্জাতিক দমন এর বিরুদ্ধে তদন্তে গতি বাড়িয়েছে, এ সময়ই লু ও চেনের বিরুদ্ধে অভিযোগগুলো আনা হল।

ব্রুকলিনের শীর্ষ ফেডারেল আইন কর্মকর্তা ব্রেয়ন পিস সাংবাদিকদের বলেন, এই দেশে আশ্রয় নেওয়া গণতন্ত্রপন্থি আন্দোলনকারীদের ওপর চীন সরকারের নিপীড়ন আমরা বরদাস্ত করতে পারি না এবং করবো না। সোমবার মার্কিন আইন কর্মকর্তারা ভিন্নমতাবলম্বীদের অনলাইনে হয়রানি করার উদ্দেশ্যে কথিত ট্রোল ফার্ম পরিচালনার জন্য চীনের ৩৪ জন কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ এনেছে। তারা মার্কিন প্রযুক্তি প্লাটফর্মে ভিন্নমতাবলম্বীদের বিভিন্ন বৈঠকেও বিঘ্ন ঘটাতেন বলে অভিযোগ করা হয়েছে। এর পাশাপাশি আরেক অভিযোগে আরও আট চীনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। তবে যেসব চীনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে তাদের কাউকেই আটক করা যায়নি। এ বিষয়ে মন্তব্যের জন্য রয়টার্সের করা অনুরোধে তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি চীনের ওয়াশিংটন দূতাবাস।

পূর্ববর্তী নিবন্ধপাকিস্তানের খাইবার গিরিপথে ভূমিধসে নিহত ২, চাপা পড়েছে বহু ট্রাক
পরবর্তী নিবন্ধআকস্মিক সফরে আবারও ইউক্রেনে পুতিন