নিউ ইয়র্কের সাবওয়েতে ছুরি হামলা, নিহত ২

| সোমবার , ১৫ ফেব্রুয়ারি, ২০২১ at ১১:১৩ পূর্বাহ্ণ

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরের সাবওয়ে সিস্টেমে কয়েকটি ছুরি হামলার ঘটনায় দুই জন নিহত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার সকাল থেকে শুরু হয়ে শনিবার সকাল পর্যন্ত অন্তত চারটি হামলায় আরও দুই জন আহত হয়েছেন বলে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে। এসব ঘটনার পর নিউ ইয়র্ক শহর পুলিশ সাবওয়ে সিস্টেমে অতিরিক্ত কয়েকশ’ কর্মকর্তাকে মোতায়েন করেছে। মূলত গৃহহীনদের লক্ষ্য করে হামলাগুলো চালানো হয়েছে। নিউ ইয়র্ক শহর পুলিশের কমিশনার ডেরমট শেয়া জানিয়েছেন, শুক্রবার সকালে প্রথম হামলার ঘটনাটি ঘটে, আপার ম্যানহাটনের ওয়েস্ট ১৮১তম স্ট্রিট স্টেশনে মুখোশ পরা এক হামলাকারী ৬৭ বছর বয়সী এক ব্যক্তিকে ছুরিকাঘাত করে। পুলিশ জানায়, ওই দিন রাতে কুইন্সের ফার রকওয়ে-মট অ্যাভিনিউ স্টেশনে একটি ট্রেনে ছুরিকাঘাতে নিহত এক ব্যক্তিকে পাওয়া যায়।

পূর্ববর্তী নিবন্ধতামিলনাড়ুতে আতশবাজি কারখানায় বিস্ফোরণে নিহত ১১
পরবর্তী নিবন্ধজাপানে শক্তিশালী ভূমিকম্পে আহত শতাধিক