নিউ ইয়র্কের প্রথম জেন-জি ফার্স্ট লেডি মামদানির জয়ে যার অনন্য ভূমিকা

| বৃহস্পতিবার , ৬ নভেম্বর, ২০২৫ at ১০:১৭ পূর্বাহ্ণ

নিউইয়র্ক সিটির মেয়র নির্বাচনে ঐতিহাসিক জয় পেয়েছেন জোহরান মামদানি। তার এই জয়ের পেছনে বড় ভূমিকা আছে স্ত্রী রামা দুয়াজির, যিনি তার ৩৪ বছর বয়সী গণতান্ত্রিক সমাজতন্ত্রী স্বামীর প্রচারের নেপথ্য কারিগর ছিলেন বলে মত মার্কিন গণমাধ্যমগুলোর। সিএনএন তাদের এক প্রতিবেদনে বলেছে, ২৮ বছর বয়সী দুয়াজি নিজে আড়ালে থেকে মামদানির প্রচারণায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ডালাসে বেড়ে ওঠা ও দুবাইয়ে শিক্ষালাভ করা সিরীয়মার্কিন এ শিল্পী মাত্র চার বছর আগে নিউ ইয়র্কে আসেন। মামদানিকে বিয়ে করেন এ বছর। সেই তিনিই যাচ্ছেন গ্রেসি ম্যানশনে, যা নিউ ইয়র্কের মেয়রের সরকারি বাসভবন। খবর বিডিনিউজের। প্রচারণার লোগো, রঙ ও ফন্ট ঠিক করে দিয়ে মামদানির ‘ব্র্যান্ড পরিচিতি’ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন দুয়াজি। হলুদ, কমলা ও নীল রঙের প্রচারণাপত্রগুলোতে সে ফন্ট ও লেখা এতটাই ফুটে উঠেছে যে তা সহজেই মানুষের মনে দাগ কাটতে পেরেছে। মামদানির ডিজিটাল ও সামাজিক যোগাযোগমাধ্যম উপস্থিতি কেমন হবে তাও দেখভাল করেছেন দুয়াজি। নেপথ্যে এত কিছু করলেও তিনি কখনোই মামদানির সঙ্গে কোনো টেলিভিশন বিতর্কে যাননি, কোনো ম্যাগাজিনের প্রচ্ছদেও তাকে দেখা যায়নি। এমনকি সামাজিক যোগাযোগমাধ্যমেও তিনি নিজে প্রায় অনুপস্থিতই ছিলেন।

কেবল জুনে, মামদানি অপ্রত্যাশিতভাবে ডেমোক্র্যাট প্রাইমারিতে জয়ী হওয়ার পর সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে এক পোস্টে দুয়াজি লিখেছিলেন, “এরচেয়ে গর্বের আর কিছু হতে পারে না। ভোটের দিন সকালে মামদানির পাশে ছিলেন দুয়াজি। পরে দ্য ডেইলি শোএর অনুষ্ঠানে হাজির হন স্বামীর সঙ্গে। কুইন্সের ফরেস্ট হিলস স্টেডিয়ামে চূড়ান্ত নির্বাচনী সমাবেশেও তাকে দেখা যায়, যেখানে ডেমোক্র্যাট প্রতিনিধি আলেকজান্দ্রিয়া ওকাসিওকর্তেজ ও সেনেটর বার্নি স্যান্ডার্স মামদানির সঙ্গে মঞ্চ ভাগ করেন।

ভারতীয় পত্রিকা এনডিটিভি লিখেছে, দুয়াজি ও মামদানির পরিচয় ২০২১ সালে ডেটিং অ্যাপ ‘হিঞ্জ’এ। তখন মামদানি নিউইয়র্ক রাজ্যের আইনসভায় সদ্য নির্বাচিত। প্রথম দেখা হয়েছিল ব্রুকলিনের ইয়েমেনি ক্যাফে ‘কাওয়াহ হাউজ’এ। দ্বিতীয় সাক্ষাতে মামদানি তাকে ঘুরিয়ে দেখান নিজের কুইন্সের বাড়ি।

২০২৪ সালের অক্টোবরে তারা আংটি বদল করেন, মামদানির মেয়র পদে প্রার্থিতা ঘোষণার কয়েক দিন আগে। এরপর দুবাইয়ে বাগদান উদযাপনের পর এ বছরের ফেব্রুয়ারিতে নিউইয়র্কের লোয়ার ম্যানহাটনের একটি ম্যারেজ ব্যুরোতে সাদামাটা অনুষ্ঠানে বিয়ে করেন তারা।

পূর্ববর্তী নিবন্ধটাইফুন কালমায়েগির তাণ্ডব, ফিলিপিন্সে নিহত ৬৬
পরবর্তী নিবন্ধ৬ জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের আরকান আর্মি