নিউ ইয়র্কের পাঁচতারকা হোটেল কিনছেন মুকেশ আম্বানি

| বুধবার , ১২ জানুয়ারি, ২০২২ at ১০:৩৪ পূর্বাহ্ণ

নিউইয়র্কের বিখ্যাত পাঁচতারকা হোটেল ম্যান্ডারিন ওরিয়েন্টাল নিউইয়র্কের নিয়ন্ত্রণ এশিয়ার শীর্ষ ধনী মুকেশ আম্বানির হাতে চলে আসছে। ভারতীয় ধনকুবের আম্বানির রিলায়ন্স ইন্ডাস্ট্রিজ মাত্র ৯ কোটি ৮২ লাখ ডলারে হোটেলটির কিনছে। প্রতিবেদনে বলা হয়, হোটেলটির ৭৩ দশমিক ৩৭ শতাংশ শেয়ারের অপ্রত্যক্ষ মালিক কেম্যান আইল্যান্ডভিত্তিক কোম্পানি কলম্বাস সেন্টার কর্পকে অধিগ্রহণ করতে রিলায়ন্সের সঙ্গে সমঝোতা চুক্তি হয়েছে। খবর বিডিনিউজের। কলম্বাস সেন্টার কর্প কিনে নেওয়ার পরেই এর অন্তর্গত হোটেল ব্যবসা রিলায়েন্স ইনভেস্টমেন্টস অ্যান্ড হোল্ডিংসের অধীনে আসবে। চলতি বছরের মার্চের শেষের মধ্যেই এই চুক্তি বাস্তবায়ন হবে। হোটেলটির বাকি ২৬ দশমিক ৬৩ শতাংশের মালিকরা চাইলে একই দামে সেই শেয়ারগুলোও কিনে নিতে রিলায়েন্স প্রস্তুত বলে জানিয়েছে।

পূর্ববর্তী নিবন্ধনিউজিল্যান্ড সফরে সবচেয়ে বড় প্রাপ্তি আত্নবিশ্বাস বাংলাদেশকে নিয়ে এখন নতুন করে ভাববে সবাই
পরবর্তী নিবন্ধইউক্রেনে হামলা করবে না রাশিয়া