বিমা কম্পানি ইউনাইটেড হেলথ কেয়ার–এর প্রধান নির্বাহী যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক রাজ্যে ম্যানহাটানের অন্যতম বড় বেসরকারি বিমা কম্পানি ইউনাইটেড হেলথ কেয়ার এর প্রধান নির্বাহী কর্মকর্তা ব্রায়ান থম্পসন গুলি করে হত্যা করেছে এক বন্দুকধারী। বিবিসি জানায়, সিসিটিভি ফুটেজে ধরা পড়া মুখোশধারী সন্দেহভাজন এক ব্যক্তির খোঁজে তল্লাশি শুরু করেছে নিউ ইয়র্ক সিটি পুলিশ। খবর বিডিনিউজের।
ইউনাইটেড হেলথকেয়ারের প্রধান নির্বাহী ব্রায়ান থম্পসনকে বুধবার সকালে মিডটাউন ম্যানহাটনের হিলটন হোটেলের বাইরে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। কর্মকর্তারা জানান, পায়ে গুলিবিদ্ধ ৫০ বছর বয়সী ব্রায়ানকে হাসপাতালে নিয়ে যাওয়ার কয়েক মিনিট পর তাকে মৃত ঘোষণা করা হয়। তদন্তকারীরা বলছেন, হামলাকারীর উদ্দেশ্য এখনও নিশ্চিত না। হামলাকারী হত্যাকান্ড ঘটানোর পর ব্রায়ান থম্পসনের কোনও জিনিসপত্র না নিয়েই ঘটনাস্থল থেকে পালিয়ে যান। ওদিকে, হামলাকারীর একটি মুখোশ পরা ছবি প্রকাশ করে নিউ ইয়র্ক সিটি পুলিশ ঘোষণা করেছে, ধরিয়ে দিতে পারলে পুরস্কার দেওয়া হবে। ব্রায়ান থম্পসনের খুনিকে শনাক্ত করতে ‘ফেসিয়াল রিকগনিশন’ প্রযুক্তি ব্যবহার করছে নিউ ইয়র্ক সিটি পুলিশ। তাছাড়া, তারা ঘটনাস্থল থেকে একটি মোবাইল ফোন উদ্ধার করেছে।