নিউরন প্রিমিয়ার লিগ সম্পন্ন

| শুক্রবার , ১৯ ডিসেম্বর, ২০২৫ at ৬:৪৭ পূর্বাহ্ণ

মহান বিজয় দিবস এবং নিউরন স্পোর্টিং ক্লাবের দুই যুগপূর্তি উদযাপন উপলক্ষে আয়োজিত আন্তঃ ক্লাব শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্ট নিউরন প্রিমিয়ার লিগ সম্পন্ন হয়েছে। এতে দ্বিতীয়বারের মত চ্যাম্পিয়ন হয় ওয়ারিয়স্‌ অফ নিউরন। নিউরন স্পোর্টিং ক্লাবের সভাপতি আবদুল্লাহ আল মাহমুদ ইমনের সভাপতিত্বে এবং দপ্তর সম্পাদক আমির সোহেলের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্দুল করিম, ব্যারিস্টার এম মোস্তাক হোসেন, এডভোকেট গালিব চৌধুরী,মোহাম্মদ জাফর (সর্দার), পানওয়ালা পাড়া সমাজকল্যাণ পরিষদ, শেখ মনির আহম্মেদ (সর্দার), পানওয়ালা পাড়া সমাজকল্যাণ পরিষদ, এবং ফিরোজ আহমেদ।

টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে কিংস্‌ অফ নিউরনকে ৪৮ রানে পরাজিত করে ওয়ারিয়স্‌ অফ নিউরন চ্যাম্পিয়ন হয়। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হয় ওয়ারিয়স্‌ অফ নিউরনের মো. অনিক। সেরা ব্যাটসম্যান হয় সুপার স্টারস্‌ অফ নিউরনের আমান উল্লাহ দীপু সেরা বোলার হয় উইজারস্‌ অফ নিউরনের মো. আমিন।

পূর্ববর্তী নিবন্ধবিশ্বকাপে বাংলাদেশের প্রস্তুতি ম্যাচের প্রতিপক্ষ নামিবিয়া ও আফগানিস্তান
পরবর্তী নিবন্ধকাপ্তাই রাইফেল ক্লাবের বিজয় দিবস শ্যুটিং প্রতিযোগিতা