নিউমোনিয়া নিয়ে হাসপাতালে কামাল হোসেন

| শনিবার , ৩ জানুয়ারি, ২০২৬ at ৫:২২ পূর্বাহ্ণ

প্রবীণ আইনজীবী, সংবিধান বিশেষজ্ঞ, গণফোরামের প্রতিষ্ঠাতা কামাল হোসেনকে ঢাকার স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। দলটির সাধারণ সম্পাদক মিজানুর রহমান বলেছেন, ‘. কামাল হোসেনের নিউমোনিয়া ধরা পড়েছে। অবস্থা গুরুতর, এখন এইচডিওতে ভর্তি আছেন। উনার শারিরিক অবস্থা খুবই দুর্বল। উনার রোগমুক্তি ও সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চাচ্ছি।’ খবর বিডিনিউজের।

এর আগে গত ৯ সেপ্টেম্বর নানা অসুখ ও বার্ধক্যজনিত জটিলতা নিয়ে একই হাসপাতালে ভর্তি হয়েছিলেন কামাল হোসেন। সেবার তার ইউরিনারি ব্লাডারে একটি অস্ত্রোপচার হয়। ৮৮ বছর বয়সী কামাল হোসেন নামকরা আইনজীবী এবং আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আইনি পরামর্শক ও আর্বিট্রেটর। পেট্রোলিয়াম নীতিসহ বিভিন্ন বিষয়ে তিনি কয়েকটি দেশের সরকারকে পরামর্শ সেবা দিয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধউঁকি দেওয়ার অপেক্ষায় বছরের প্রথম সুপারমুন
পরবর্তী নিবন্ধচট্টগ্রামের অর্থনৈতিক ভিত্তি রচনায় খালেদা জিয়ার ভূমিকা ঐতিহাসিক