নিউমোনিয়া আক্রান্ত ৪২ ভাগ শিশুর রক্তে অক্সিজেন ঘাটতি

আজাদী প্রতিবেদন | শনিবার , ১২ নভেম্বর, ২০২২ at ৬:৩৪ পূর্বাহ্ণ

আজ (১২ নভেম্বর), বিশ্ব নিউমোনিয়া দিবস। সারাদেশের পাশাপাশি চট্টগ্রামেও নানা কর্মসূচিতে দিবসটি পালিত হচ্ছে। সম্প্রতি আইসিডিডিআরবি এবং ডেটা ফর ইমপ্যাক্ট-এর যৌথ আয়োজনে এক সভায় জানানো হয়- দেশে প্রতি বছর নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে ২৫ হাজার শিশুর মৃত্যু হয়। মারাত্মক নিউমোনিয়ায় ভোগা ৪২ ভাগ শিশুর রক্তে অক্সিজেন ঘাটতি (হাইপোক্সিমিয়া) থাকে। সারা বিশ্বে প্রতি বছর ৭৩ মিলিয়ন মানুষ হাইপোক্সিমিয়ায় আক্রান্ত হয়। যার মধ্যে ৩২ মিলিয়নই শিশু। বাংলাদেশের স্বাস্থ্যসেবা কেন্দ্রের অবকাঠামো অনুযায়ী, মাধ্যমিক স্তরের স্বাস্থ্য সেবাকেন্দ্রে নিউমোনিয়া নিয়ে আসা শিশুর প্রায় ৪২ শতাংশই হাইপোক্সিমিয়ায় ভোগে। হাইপোক্সিমিয়ায় আক্রান্ত যে কোনো রোগীর জন্য চিকিৎসা হিসাবে অক্সিজেন থেরাপি প্রয়োজন বলে জানান চিকিৎসকরা।

আইসিডিডিআরবি’র মাতৃ ও শিশু স্বাস্থ্য বিভাগের সহযোগী বিজ্ঞানী ডা. আহমেদ এহসানুর রহমান বলেন, বিভিন্ন ধরনের শারীরিক পরিস্থিতিতে হাইপোক্সিমিয়া ঘটতে পারে। শ্বাসকষ্টে আক্রান্ত নবজাতক থেকে শুরু করে নিউমোনিয়া, ম্যালেরিয়া, সেপসিস এবং যক্ষ্মা আক্রান্ত শিশু, প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ (সিওপিডি), হৃদরোগ এবং হাঁপানিসহ আরও অনেক ক্ষেত্রে হাইপোক্সিমিয়া ঘটতে পারে। এমনকি অ্যানেস্থেশিয়াসহ প্রায় সব ধরনের বড় অস্ত্রোপচারকালে অজ্ঞান করার সময়ও মেডিক্যাল অক্সিজেন অপরিহার্য। চিকিৎসকরা বলছেন, গ্রামাঞ্চলের তুলনায় ঢাকা শহরে নিউমোনিয়ায় মৃত্যু বেশি হওয়ার কারণও হাইপোক্সিমিয়া। এজন্য স্বাস্থ্যকেন্দ্রগুলোতে অক্সিজেন ব্যবস্থাপনায় জোর দেয়ার পাশাপাশি শিশুদের বুকের দুধ খাওয়ানো ও পুষ্টির দিকে বিশেষ নজর দিতে হবে। একই সঙ্গে মেডিকেল অক্সিজেন নিরাপত্তাসহ দেশের সামগ্রিক স্বাস্থ্য ব্যবস্থাকে শক্তিশালী করতে স্বল্প মূল্যে অক্সিজেন উদ্ভাবনের ওপরও জোর দেয়া জরুরি। শিশুরা বড়দের মতো করে শ্বাসকষ্টের কথা বলতে পারে না জানিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের শিশু স্বাস্থ্য বিভাগের প্রধান অধ্যাপক ডা. একেএম রেজাউল করিম বলেন, নিউমোনিয়ার এক পর্যায়ে শিশুদের শ্বাসকষ্ট দেখা দেয়। কিন্তু শিশুরা তা বলতে পারে না। সঠিক সময়ে চিকিৎসা না পেলে ঝুঁকিটা বেড়ে যায়। তাই নিউমোনিয়া থেকে শিশুকে বাঁচাতে মা-বাবাদের আরো সচেতন ও সতর্ক হওয়ার কথা বলেন ডা. একেএম রেজাউল করিম।

পূর্ববর্তী নিবন্ধযারা নৌকার বিরোধিতা করেছে তারা শয়তান
পরবর্তী নিবন্ধরিমান্ড শেষে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে বাবুল আক্তার