নিউমোনিয়ায় আক্রান্ত পোপ ফ্রান্সিস, অবস্থা সঙ্কটাপন্ন

| সোমবার , ২৪ ফেব্রুয়ারি, ২০২৫ at ৯:৩৫ পূর্বাহ্ণ

দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টের সমস্যায় ভোগা পোপ ফ্রান্সিসের শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে খবর দিয়েছে ভ্যাটিকান। খবর বিডিনিউজের।

বিবিসি লিখেছে, রোমান ক্যাথলিকদের শীর্ষ ধর্মগুরুর অবস্থা শনিবার আরো একটু খারাপ হয়েছে। এর মধ্যে তাকে রক্তও দিতে হয়েছে। এক বিবৃতিতে ভ্যাটিকান বলেছে, ৮৮ বছর বয়সী পোপ সচেতন আছেন, তার আর্মচেয়ারেও বসতে পারছেন। তবে তাকে উচ্চ প্রবাহের অক্সিজেন দিতে হচ্ছে। শারীরিক অবস্থা সর্বক্ষণ পর্যবেক্ষণে রাখা হচ্ছে। রোমের জেমেলি হাসপাতালে পোপের নিউমোনিয়ার চিকিৎসা চলছে। রক্তশূন্যতার কারণে প্লেটলেট কমে যাওয়ায় তাকে রক্ত দেওয়ার প্রয়োজন হয়। ভ্যাটিকান বলেছে, হলি ফাদারের অবস্থা এখনো সংকটাপন্ন। তিনি এখনো বিপদমুক্ত নন।

বিবিসি লিখেছে, পোপ তার স্বাস্থ্য সম্পর্কে তথ্য প্রকাশের বিষয়ে নির্দেশনা দেওয়ার পর ভ্যাটিকান প্রতিদিন বিবৃতি দিয়ে তার শারীরিক অবস্থা জানাচ্ছে। তবে সেই বিবৃতির ভাষা আর দৈর্ঘ্য একেক সময় একেক রকম হয়। তার মধ্যে থেকে প্রকৃত অবস্থা বুঝতে গলদঘর্ম হতে হয়।

তবে শনিবারের বিবৃতিতে ভ্যাটিকান যা বলেছে, তাতে পোপের অবস্থার অনেক বেশি খোলামেলা এবং বিস্তারিত বিবরণ দেওয়া হয়েছে, যেমনটা সাধারণত হয় না। চিকিৎসকরা আগের দিনও বলেছিলেন, প্রথমবারের মত ওষুধে সাড়া দিচ্ছেন পোপ। তবে পোপের অবস্থা যে বেশ জটিল, সেটা তার ডাক্তারদের কাছেও স্পষ্ট। শুক্রবার তারা বলেছিলেন, পোপের অবস্থা এতটাই নাজুক যে পরিস্থিতির সামান্যতম পরিবর্তনেও বিপর্যয় ঘটে যেতে পারে। চিকিৎসকদের একজন বলেছিলেন, তিনি পোপ। কিন্তু তিনিও তো একজন মানুষ।

পূর্ববর্তী নিবন্ধযুক্তরাষ্ট্রে হাসপাতালে জিম্মি নাটক পুলিশসহ বন্দুকধারী নিহত
পরবর্তী নিবন্ধফিলিস্তিনি বন্দিদের মুক্তি স্থগিত করেছে ইসরায়েল