নগরীর ইপিজেড থানাধীন নিউ মুরিং এলাকায় ট্রেনের ইঞ্জিনের সাথে মিনি বাসের সংঘর্ষে রেলের পয়েন্টসম্যানসহ ৩ জন নিহত হওয়ার ঘটনায় বাস চালক খোরশেদ আলম খোকনকে (৩৪) গ্রেপ্তার করা হয়েছে।
মেঘনা তেলের ডিপো লেভেলক্রসিং এলাকায় গত ৬ মার্চ রাতে এ ঘটনা ঘটে। ঘটনার পর আত্মগোপনে চলে যান বাস চালক খোরশেদ আলম। চট্টগ্রাম রেলওয়ে পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী আজাদীকে বলেন, গত রোববার রাতে ফটিকছড়ি উপজেলার ভূজপুর থানাধীন
দাঁতমারা ইউনিয়ন থেকে অভিযান পরিচালনা করে খোরশেদ আলম খোকনকে আটক করা হয়েছে। তিনি কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজোর কালচৌ দীঘির পাড়, গণি সেরাং’র বাড়ির মো. তাজুল ইসলামের পুত্র। তিনি বর্তমানে বন্দর থানাধীন বন্দর টিলার এ/পি– এপ্টিন কলোনিতে থাকেন। গ্রেপ্তার খোকনকে আদালতে সোর্পদ করা হয়েছে।
৬ মার্চ সোয়া ৮টার দিকে চিটাগাং গুডস পোর্ট ইয়ার্ড (সিজিপিওয়াই) থেকে খালি ট্রেন তেলের জন্য মেঘনা ডিপোতে যাচ্ছিল। রাস্তা ক্রস করার সময় বাসকে সিগন্যাল দেওয়া হয়েছিল। কিন্তু বাসটি সিগন্যালে না থেমে দ্রুত গতিতে ট্রেনে ধাক্কা দেয়। ধাক্কার পর বাসটি উল্টে গিয়ে ট্রেনের পয়েন্টসম্যান আজিজুল হকসহ ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। এ সংক্রান্তে পুলিশ বাদী হয়ে অজ্ঞাতনামা মিনিবাসের চালকের বিরুদ্ধে চট্টগ্রাম রেলওয়ে থানায় মামলা দায়ের করে।
এদিকে রেলওয়ে পুলিশ সুপার চট্টগ্রামের উদ্যোগে লেভেলক্রসিং পারাপারে যাত্রী সাধারণ, চালক, পথচারী ও গাড়ি মালিকদের সচেতন হওয়ার জন্য জনসচেতনামূলক কার্যক্রম অব্যাহত রয়েছে।