নগরীর নিউমার্কেট-হালিশহর রুটে চলাচলকারী অটোটেম্পুর ভাড়া বাড়িয়েছে শ্রমিকরা। এতে গাড়ির মালিকদের সম্মতি না থাকলেও চালকরা জোর করে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করছেন বলে অভিযোগ যাত্রীদের। নিউ মার্কেট পর্যন্ত আগের নির্ধারিত ১২ টাকা ভাড়ার স্থলে এখন ১৫ টাকা করে আদায় করা হচ্ছে। যাত্রীদের অভিযোগ, চালকরা ‘গায়ের জোরে’ যাত্রীদের কাছ থেকে বাড়তি ভাড়া আদায় করছেন। এ নিয়ে প্রতিবাদ করলে অনেক যাত্রীকে হয়রানির শিকারও হতে হচ্ছে। ওই রুটের যাত্রী জাহেদুল আনোয়ার বলেন, কয়েকদিন থেকে হালিশহর থেকে নিউ মার্কেটের ভাড়া ১৫ টাকা করে দেওয়া হয়েছে। যাত্রীরা প্রতিবাদ করলে স্টেশনে পৌঁছার পর অন্য শ্রমিকদের নিয়ে সংঘবদ্ধ হয়ে প্রতিবাদী যাত্রীকে হয়রানি করা হচ্ছে। আরেক যাত্রী অভিযোগ করে বলেন, সরকারি দলের নাম ভাঙিয়ে টেম্পু সমিতির আজাদ ও শফি মিলে যাত্রীদের চাপে রেখে হঠাৎ ভাড়া বাড়িয়ে দিয়েছে। সব গাড়িতে ঠাসাঠাসি করে যাত্রী তোলা হয়, সেই সাথে বাড়তি ভাড়াও আদায় করা হচ্ছে জানিয়ে এই রুটে শৃঙ্খলা আনতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছেন যাত্রীরা।
এ বিষয়ে নিউ মার্কেট-হালিশহর অটোরিঙা-অটোটেম্পু রুট লাইন সেক্রেটারি মো. আজাদ বলেন, চালকরা খরচ পোষাতে পারছে না। তারপরেও যাত্রীদের বুঝিয়ে ৩ টাকা বাড়তি নেওয়া হচ্ছে। কোনো জোর করা হচ্ছে না।