ঢাকার পরে চট্টগ্রামেও ফুটপাতগুলো দখল করে রেখেছে অবৈধ হকাররা, তাদের জন্য পথচারীরা হর হামেশাই নানা হয়রানি ও ভোগান্তিতে পড়ছে, এ-যেনো দেখেও দেখার কেউ নেই,কিছু কিছু উঠতি তরুণ নানা রাজনীতির ছায়ায় থেকে এসব হকারদের কাছ থেকে দৈনিক কয়েকশ টাকার বিনিময়ে ফুটপাতগুলোতে এসব হকার বসায় এতে যেমন পরিবেশ নষ্ট হচ্ছে তেমনি স্কুল থেকে ফেরা অনেক মেয়েরা নানা ইভটিজিংয়ের কবলে পড়ছে কারণ, এসব হকারদের আশে পাশে বসে নানান আড্ডা তাই চট্টগ্রাম সিটি করপোরেশন ও চট্টগ্রাম নগর উন্নয়ন কর্তৃপক্ষের কাছে আকুল আবেদন খুব তাড়াতাড়ি অন্য জায়গায় এসব হকারকে বসিয়ে চট্টগ্রামের ফুটপাতগুলো রক্ষা করবেন পথচারীদের জন্য।