চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ে কেক কেটে সংবাদভিত্তিক বেসরকারি টেলিভিশন নিউজ টোয়েন্টিফোরের ৭ম বর্ষে পদার্পণ উদযাপন করা হয়। নিউজ টোয়েন্টিফোরের জ্যেষ্ঠ প্রতিবেদক ও চট্টগ্রাম বিভাগীয় প্রধান শেখ জায়েদ ও নিজস্ব প্রতিবেদক নয়ন বড়ুয়া জয়ের হাতে ফুল দিয়ে শুভেচ্ছা জানান বিশিষ্টজনরা। চট্টগ্রাম থেকে প্রতিদিন বিকেল ৩ টায় আলাদা সংবাদ বুলটিন প্রচার করায় নিউজ টোয়েন্টিফোর কর্তৃপক্ষের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা। চট্টগ্রাম প্রেসক্লাব সভাপতি আলী আব্বাস, বিএফইউজের সাবেক সহসভাপতি রিয়াজ হায়দার চৌধুরী, সাংবাদিক মুস্তাক আহমেদ, বাংলা নিউজ টোয়েন্টিফোর ডট কমের ডেপুটি এডিটর তপন চক্রবর্ত্তী, দৈনিক কালের কন্ঠের ব্যুরো প্রধান মোস্তফা নঈম, ডেইলি সানের বিভাগীয় প্রধান নুরুদ্দিন আলমগীর এ সময় উপস্থিত ছিলেন। শুভেচ্ছা জানাতে আসেন চট্টগ্রামের নগর পরিকল্পনাবিদ স্থপতি আশিক ইমরান ও প্রকৌশলী শহিদুল আলম, পরিবেশবিদ মুক্তিযোদ্ধা অধ্যাপক ইদ্রিস আলী এবং চট্টগ্রাম চেম্বার অব কমার্সের সাবেক পরিচালক মাহফুজুল হক শাহ। প্রেস বিজ্ঞপ্তি।