নিউজিল্যান্ড সিরিজের জন্য আইপিএলের সব ম্যাচ খেলতে পারবেন না মোস্তাফিজ

স্পোর্টস ডেস্ক | শুক্রবার , ১৯ ডিসেম্বর, ২০২৫ at ৬:৫২ পূর্বাহ্ণ

আইপিএল নিলামে মোস্তাফিজের ৯ কোটি ২০ লাখ রুপির চমকের রেশ মিলিয়ে যায়নি এখনও। তবে এর মধ্যেই শুরু হয়ে গেছে নতুন আলোচনা, মোস্তাফিজুর রহমান এই অর্থ পুরোপুরি পাবেন কি না বা পুরো আইপিএল খেলার অনুমতি পাবেন কি না। বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদীন জানান, নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে খেলতে বাঁহাতি এই পেসারকে দেশে ফেরানোর চিন্তা আছে তাদের। বিসিবি সভাপতি আমিনুল ইসলামও জানিয়ে দিয়েছেন দেশের খেলাই সবকিছুর আগে।

নিজ মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন তিন ম্যাচ ওয়ানডে সিরিজে অংশ নেওয়ার কারণে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) টিটোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে দলের হয়ে সব ম্যাচ খেলতে পারবেন না বাংলাদেশ পেসার মোস্তাফিজুর রহমান। আগামী বছরের এপ্রিলে তিনটি ম্যাচের ওয়ানডে এবং টিটোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে নিউজিল্যান্ড ক্রিকেট দল। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম গতকাল সংবাদ মাধ্যমকে জানান, নিউজিল্যান্ডের বিপক্ষে টিটোয়েন্টি সিরিজে না খেললেও ওয়ানডে খেলতে আইপিএলের মাঝপথে দলের সাথে যোগ দেবেন মোস্তাফিজ।

ফাহিম বলেন, ২০২৭ সালের আইসিসি বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতা অর্জনের জন্য নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজটি বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ফাহিম বলেন, ‘আমরা জানি, সরাসরি বিশ্বকাপে যোগ্যতা অর্জন আমাদের প্রথম লক্ষ্য। আমরা একটি পূর্ণ শক্তির দল মাঠে নামতে চাই। আমরা এটি নিয়ে কোন ঝুঁকি নিতে পারি না। আমরা ভালো অবস্থানে থাকলে হয়ত পুরো আইপিএলের জন্য মোস্তাফিজকে এনওসি দেওয়ার কথা ভাবতাম। যেহেতু আমরা নিরাপদ অবস্থানে নেই এ জন্য এমন সিদ্ধান্ত নিতে হয়েছে।’ ২০২৭ সালের বিশ্বকাপে বাংলাদেশের সরাসরি খেলা এখনো নিশ্চিত নয়। সরাসরি যোগ্যতা অর্জনের জন্য ২০২৭ সালের ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত আইসিসি র‌্যাংকিংয়ে নবম স্থানে থাকতে হবে বাংলাদেশকে। বর্তমানে দশম স্থানে আছে বাংলাদেশ। আইপিএলের টিটোয়েন্টি ফরম্যাটে খেলে এসেই, নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডেতে মানিয়ে নেওয়া চ্যালেঞ্জিং কিনাজানতে চাইলে ফাহিম বলেন, ‘আইপিএলের মত একটি প্রতিযোগিতামূলক টুর্নামেন্ট থেকে এসে এখানে আরও বেশি অবদান রাখতে পারার সম্ভাবনাটাও থাকবে। কারণ সে দুর্দান্ত একজন বোলার। আমরা বিশ্বাস করি ফিজের উপস্থিতি আমাদের দলকে আরও শক্তিশালী করবে।’ সমপ্রতি আইপিএলের মিনিনিলামে ৯ কোটি ২০ লাখ রুপিতে মোস্তাফিজকে দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। বাংলাদেশ ও নিউজিল্যান্ডের আসন্ন সিরিজের সূচি চূড়ান্ত হয়নি। তবে মার্চএপ্রিলে হতে পারে ওই সিরিজ। অন্যদিকে, ২০২৬ সালের ২৬ মার্চ শুরু হতে পারে আইপিএলের নতুন আসর। ফাইনাল ম্যাচ হওয়ার সম্ভাব্য তারিখ ৩১ মে।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম লায়ন্স আই ইনষ্টিটিউট এন্ড হসপিটালের বার্ষিক ক্রীড়া
পরবর্তী নিবন্ধটানা তৃতীয়বার ফাইনালে খেলার স্বপ্ন বাংলাদেশের