নিউজিল্যান্ড সফরে নারী দল ঘোষণা

| রবিবার , ১৩ নভেম্বর, ২০২২ at ৯:২৬ পূর্বাহ্ণ

নারী ক্রিকেট চ্যাম্পিয়নশিপে প্রথমবার নিউজিল্যান্ডের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। আগামী ২৪ নভেম্বর নিউজিল্যান্ড সফরে যাবে নিগার সুলতানারা। ২৪ দিনের এই সফরে তিনটি টি-টোয়েন্টি ও তিনটি ওয়ানডে খেলবে বাংলাদেশের মেয়েরা। এজন্য গতকাল শনিবার দল ঘোষণা করেছে বিসিবি। নিউজিল্যান্ডে প্রথমবারের মতো দ্বিপাক্ষিক সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশের মেয়েরা। টি-টোয়েন্টি ও ওয়ানডে মিলিয়ে দুই ফরম্যাটের ৬ ম্যাচ ৬ ভেন্যুতে খেলবে বাংলাদেশ। বাংলাদেশ দল : নিগার সুলতানা (অধিনায়ক), শারমিন আক্তার সুপ্তা, ফারজানা হক পিংকি, রুমানা আহমেদ, রিতু মনি, লতা মন্ডল, সালমা খাতুন, নাহিদা আক্তার, মুর্শিদা খাতুন, জাহানারা আলম, ফাহিমা খাতুন, শানজিদা আক্তার মেঘলা, ফারিহা ইসলাম, মারুফা আক্তার, রাবেয়া, দিলারা আক্তার ও দিশা বিশ্বাস।

পূর্ববর্তী নিবন্ধতিন মহাদেশের ১২ নাটক নিয়ে নান্দীমুখ আন্তর্জাতিক নাট্যোৎসব
পরবর্তী নিবন্ধসৈয়দ মুঈনুদ্দীন হোসেন স্মৃতি ক্রিকেটে মাসকো সাকিবের শুভ সূচনা