নিউজিল্যান্ড সফরে দুই কোটি টাকা পাবে বিসিবি

| মঙ্গলবার , ২৩ ফেব্রুয়ারি, ২০২১ at ৭:৫২ পূর্বাহ্ণ

বাংলাদেশ দল আজ মঙ্গলবার নিউজিল্যান্ড সফরে যাচ্ছে। সেই সফরের জন্য বাংলাদেশ দলের স্পন্সর হয়েছে ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালি। সোমবার স্পন্সর প্রতিষ্ঠানের নাম ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সিরিজে বিসিবিকে দুই কোটি টাকা দিচ্ছে ইভ্যালি। চুক্তি প্রসঙ্গে বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী বলেন, ‘নিউজিল্যান্ড সিরিজের জন্য অফিসিয়াল টিম স্পন্সর হিসেবে আমরা ইভ্যালির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছি। টিম স্পন্সরের পাশাপাশি জার্সির স্পন্সরও তারা।’ ২০১৯ বিশ্বকাপের পর থেকে বাংলাদেশ দলের স্থায়ী কোন স্পন্সর নেই বাংলাদেশ ক্রিকেট দলের। উল্লেখ্য, নিউজিল্যান্ডে ২০, ২৩ ও ২৬ মার্চ হবে তিনটি ওয়ানডে; ভেন্যু যথাক্রমে ডানেডিন, ক্রাইস্টচার্চ ও ওয়েলিংটন। ক্রাইস্টচার্চের ম্যাচটি দিবা-রাত্রির হবে। ওয়ানডের পর টি-টোয়েন্টি সিরিজ খেলবে দুই দল। ম্যাচ তিনটি ২৮, ৩০ মার্চ ও ১ এপ্রিল অনুষ্ঠিত হবে। নেপিয়ার, অকল্যান্ড ও হ্যামিল্টনে কুড়ি ওভারের সিরিজে লড়বে বাংলাদেশ-নিউজিল্যান্ড।

পূর্ববর্তী নিবন্ধআল্লামা মোঃ ইকবাল স্মৃতি সংসদের পরিচালনা কমিটি গঠন
পরবর্তী নিবন্ধচিটাগাং ইউনাইটেড এবং চিটাগাং মাস্টার্স জয়ী