নিউজিল্যান্ড সফরের জন্য প্রস্তুত মাহমুদউল্লাহ

| মঙ্গলবার , ১৬ ফেব্রুয়ারি, ২০২১ at ১১:৩৪ পূর্বাহ্ণ

গত ২৫ জানুয়ারি চট্টগ্রামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ ওয়ানডে ম্যাচ কলাকালীন পিঠে ব্যথা শুরু হয় মাহমুদউল্লাহ রিয়াদের। ম্যাচ শেষে সেই ইনজুরি নিয়েই ফিরেছিলেন ঢাকায়। এরপর থেকে বাংলোদেশ ক্রিকেট বোর্ডের মেডিকেল ইউনিটের অধীনে শুরু হয়েছে তার ইনজুরি ব্যবস্থাপনা। আশার কথা হলো ইনজুরি অনেকাংশেই জয় করেছেন রিয়াদ। আসন্ন নিউজিল্যান্ড সফরে তাকে দলে পাওয়া নিয়ে কোনো শংকা নেই। আপাতত বিসিবি’র ফিজিও বায়েজিদুল ইসলাম খানের অধীনে চলছে তার ইনজুরি ব্যবস্থাপনা। ইতোমধ্যে ব্যাটিং, রানিং ও শুরু করে দিয়েছেন এই টাইগার অলরাউন্ডার। বিসিবি’র প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী। জানান, চট্টগ্রামে যেদিন তৃতীয় ওয়ানডে ম্যাচটি হলো ওইদিনই তার ব্যাকপেইন হচ্ছিল। এরপর তো ও ঢাকা চলে এল। আমরা ওর স্ক্যান করিয়েছি। ওর চিকিৎসা চলছে। উন্নতি করছে। ব্যাটিং, রানিং করছে। নিউজিল্যান্ডে যাওয়া নিয়ে আমরা চিন্তিত না। ওর দীর্ঘ মেয়াদে চিকিৎসা চলছে। স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে তিনটি ওয়ানডে ও সমান সংখ্যক টি-টোয়েন্টি খেলতে ২৪ ফেব্রুয়ারি দেশ ছাড়বে ৩৫ সদস্যের বাংলাদেশ দল ।

পূর্ববর্তী নিবন্ধটি-টোয়েন্টি ম্যাচ জয়ের সেঞ্চুরি পাকিস্তানের
পরবর্তী নিবন্ধসস্ত্রীক করোনার টিকা নিলেন নান্নু