এশিয়া কাপে ব্যর্থতার পর দেশে ফিরে তিন দিনের প্রস্তুতি ক্যাম্প শুরু করেছিল বাংলাদেশ দল। কিন্তু দ্বিতীয় দিনে বৃষ্টির কারণে অনুশীলন করা সম্ভব হয়নি। এদিকে আগামীকাল বিশ্বকাপের জন্য দল ঘোষণা করতে হবে। তাই প্রস্তুতিটার উপর খুব বেশি জোর দিতে হচ্ছে টিম ম্যানেজম্যান্টকে। এদিকে নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ ও অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য প্রস্তুত হতে ক্রিকেটারদের জন্য অনুশীলনের বিকল্প পথ ভেবে নিয়েছে বিসিবি। নিউজিল্যান্ড সফরের আগে বিদেশে প্রস্তুতি ক্যাম্প করবে বাংলাদেশ দল। ৩-৪ দিনের এই প্রস্তুতি পর্ব কোথায় হবে, তা অবশ্য এখনও চূড়ান্ত করতে পারেনি বিসিবি। আজ বুধবারের মধ্যে তা ঠিক হয়ে যাবে বলে আশা বিসিবি সভাপতি নাজমুল হাসানের। তিন দিন ছাড়া আপাতত নিউজিল্যান্ড সফরের আগে কোনো অনুশীলন সূচি নেই দলের। নিউজিল্যান্ডে একটু আগেভাগে যাওয়ার যে পরিকল্পনা ছিল সেটিও হচ্ছে না। ৭ অক্টোবর ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশের প্রথম ম্যাচের আগে অনুশীলনের সময় তাই খুব একটা পাওয়া যাবে না। বিসিবি সভাপতি গতকাল মঙ্গলবার মাঠে এসেছিলেন অনুশীলন দেখতে। তা আর দেখা হয়ে ওঠেনি তার। তবে পরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানালেন, অনুশীলনের বিকল্প ভাবনা নিয়ে আলোচনা সেরে নিয়েছেন তারা। যে পরিকল্পনাগুলো ছিল, ওরা একটাও করতে পারছে না। দু-একদিনের মধ্যে আবহাওয়া ঠিক হবে বলেও মনে হচ্ছে না। এটা নিয়েই আমরা আসলে বসেছিলাম। আমরা বিকল্প একটা ব্যবস্থা ভেবে দেখছি। ওরা ৩-৪ দিনের জন্য কোথাও গিয়ে খেলতে চায়। যেহেতু সামনে বিশ্বকাপ, এর আগে ত্রিদেশীয় সিরিজ আছে। ত্রিদেশীয় সিরিজের আগেও যে করতে পারবে সেই সম্ভাবনা নেই। ২ অক্টোবর বাংলাদেশ দল নিউজিল্যান্ডে গিয়ে পৌঁছবে। ৩ অক্টোবর বিশ্রাম দিতেই হবে। শুধু ৪ ও ৫ অক্টোবর দুই দিন পাবে অনুশীলনের জন্য। ৬ অক্টোবর থাকবে ঐচ্ছিক অনুশীলন। সেজন্য ক্রিকেটাররা চাচ্ছিল আগের সময়টায় অনুশীলন করতে। আমরা চেষ্টা করছি যত দ্রুত সম্ভব ব্যবস্থা করতে যেন অন্য কোথাও গিয়ে ওরা অনুশীলন করতে পারে। অস্ট্রেলিয়ায় বিশ্বকাপে সম্ভাব্য উইকেটকে ভাবনায় রেখে অনুশীলন ক্যাম্পের জন্য ভালো ব্যাটিং উইকেট খোঁজা হচ্ছে বলে জানালেন বিসিবি সভাপতি। আসলে যে দেশে যাচ্ছি, ওদের অবস্থাও তো জানতে হবে। আমরা যে সুযোগ-সুবিধা চাচ্ছি, ওরা যদি না দিতে পারে, তাহলে তো গিয়ে লাভ হবেনা। আমাদের কতগুলো সুনির্দিষ্ট চাহিদা আছে। সেগুলো যদি পূরণ করতে পারে তাহলেই আমরা যাব। আমরা ভালো উইকেট খুঁজছি। ভালো উইকেটই হতে হবে। আমরা ২-৩টা দেশের সঙ্গে কথা বলছি। আমার ধারণা বুধবারের মধ্যে আমরা জেনে যাব। সব ঠিকঠাক থাকলে ২২ থেকে ২৫ সেপ্টেম্বর বা এর কাছাকাছি কোনো একটা সময়ে হবে এই ক্যাম্প।