নিউজিল্যান্ড পাকিস্তান সিরিজ বাতিল

স্পোর্টস ডেস্ক | শনিবার , ১৮ সেপ্টেম্বর, ২০২১ at ১১:১০ পূর্বাহ্ণ

নিরাপত্তাজনিত কারণে পাকিস্তান সফর বাতিল করেছে নিউজিল্যান্ড। ১৮ বছর পর পাকিস্তান সফরে যাওয়া কিউইদের এবার তিনটি ওয়ানডে ও পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার কথা ছিল। গতকাল শুক্রবার পৃথক বিবৃতিতে সফর বাতিলের বিষয়টি নিশ্চিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড ও নিউজিল্যান্ড ক্রিকেট। সফর বাতিলের বিষয়ে এককভাবে সিদ্ধান্ত নিয়েছে এনজেডসি। পিসিবির বিবৃতিতে তা নিশ্চিত করা হয়েছে। রাওয়ালপিন্ডিতে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটি মাঠে গড়ানোর কথা ছিল গতকাল । কিন্তু খেলোয়াড়রা মাঠেই আসেননি। খেলোয়াড়দের হোটেল রুম ছাড়তে নিষেধ করা হয়েছে। এরপরই আসে সফর বাতিলের ঘোষণা।
এনজেডসির বিবৃতিতে বলা হয়েছে, ‘নিউজিল্যান্ড সরকার নিরাপত্তা নিয়ে সতর্ক করার পর ব্ল্যাকক্যাপরা পাকিস্তান সফর বাতিল করছে। পাকিস্তানকে নিয়ে নিউজিল্যান্ড সরকারের নিরাপত্তা হুমকি অবনতি হওয়া, মাঠে নিউজিল্যান্ড ক্রিকেটের নিরাপত্তা কর্মকর্তার পরামর্শের পর সিদ্ধান্ত নেওয়া হয়েছে ব্ল্যাকক্যাপরা এ সফর চালিয়ে যাবে না। এনজেডসির প্রধান নির্বাহী ডেভিড হোয়াইট বলেন যে পরামর্শ পাওয়া যাচ্ছে, তাতে এ সফর চালিয়ে যাওয়া সম্ভব নয়। আমি জানি, এটা পিসিবির জন্য আঘাত। তারা দারুণ আতিথেয়তা দিয়েছে আমাদের। তবে সবার ওপরে খেলোয়াড়দের নিরাপত্তা এবং সফর বাতিল করা একমাত্র দায়িত্বশীল সিদ্ধান্ত বলে বিশ্বাস করি আমরা।

পূর্ববর্তী নিবন্ধজেমিকে ছুটি দিয়ে নতুন কোচ নিল বাফুফে
পরবর্তী নিবন্ধচতুর্থ ম্যাচে হারল টাইগার যুবারা