নিউজিল্যান্ডে স্যুটকেসে মিলল শিশু, নারী গ্রেপ্তার

| মঙ্গলবার , ৫ আগস্ট, ২০২৫ at ৭:৫৯ পূর্বাহ্ণ

নিউজিল্যান্ডে একটি বাসস্টপে স্যুটকেস থেকে দুই বছর বয়সী এক শিশুকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ২৭ বছর বয়সী এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। খবর বিডিনিউজের।

রোববার দেশটির উত্তরাঞ্চলের কাইওয়াকা শহরে বাসস্টপে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। বাসের এক যাত্রী লাগেজ রাখার জায়গায় প্রবেশ করতে চাওয়ার পর চালকের সন্দেহ হয়। সেসময় একটি স্যুটকেস নড়তে দেখে তিনি তা খুলে ফেলেন। তখন ভিতরে মেয়ে শিশুটিকে দেখতে পান তিনি। শিশুটি তখন খুব গরমে কষ্ট পাচ্ছিল, তবে তার শরীরে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি, এক বিবৃতিতে বলেছে নিউজিল্যান্ড পুলিশ।

শিশুটিকে হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণে রাখা হয়েছে। বিবিসি লিখেছে, নারীটির বিরুদ্ধে শিশু নির্যাতন ও অবহেলার অভিযোগে মামলা হয়েছে। সোমবার তাকে নর্থ শোর জেলা আদালতে তোলা হবে। তবে, শিশুটির সঙ্গে ওই নারীর সম্পর্ক কী, সে বিষয়ে এখনও কিছু জানায়নি পুলিশ।

বাসচালকের তাৎক্ষণিক প্রতিক্রিয়া ও ব্যবস্থাগ্রণের কারণে বড় বিপদ থেকে মুক্তি মিলেছে এবং ভয়াবহ পরিণতি এড়ানো সম্ভব হয়েছে। আমরা চালকের প্রতি কৃতজ্ঞ, তার এই তাৎক্ষণিক প্রতিক্রিয়া প্রশংসনীয়, বলা হয় পুলিশের বিবৃতিতে।

পূর্ববর্তী নিবন্ধগাজায় যুদ্ধ থামাতে ট্রাম্পের সাহায্য চান শত শত সাবেক ইসরায়েলি কর্মকর্তা
পরবর্তী নিবন্ধরাশিয়ার যুদ্ধের খরচ যোগাচ্ছে ভারত অভিযোগ ট্রাম্পের শীর্ষ সহযোগীর