নিউজিল্যান্ডে করোনা আক্রান্ত বাংলাদেশ দলের স্পিন কোচ হেরাথ

ক্রীড়া প্রতিবেদক | বৃহস্পতিবার , ১৬ ডিসেম্বর, ২০২১ at ৭:২৯ পূর্বাহ্ণ

নিউজিল্যান্ডে যাওয়ার পর দুই দফা করোনা পরীক্ষায় ‘নেগেটিভ’ হয়েছিল বাংলাদেশ দলের ক্রিকটোর কর্মকর্তা সবাই। তবে তৃতীয় দফা পরীক্ষায় এলো দুঃসংবাদ। তৃতীয় দফা করোনা পরীক্ষায় ‘পজিটিভ’ হয়েছেন দলের স্পিন কোচ রঙ্গনা হেরাথ। নিউজিল্যান্ডের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী এখন ব্যবস্থা নেওয়া হবে তার জন্য। তবে দলের অন্য সবার মতো আগে থেকেই কোয়ারেন্টিনে আছেন হেরাথ। লঙ্কান এই স্পিন গ্রেট নিউজিল্যান্ডে বাংলাদেশ দলের সঙ্গে যোগ দিয়েছেন নিজ দেশ শ্রীলংকা থেকে। করোনা মহামারীর সময়ে বাংলাদেশের পঞ্চম বিদেশ সফরে এই প্রথম পজিটিভ হলেন দলের কোন সদস্য।
এদিকে বাংলাদেশ দলের বেশ কজন গত মঙ্গলবার থেকে কোয়ারেন্টিনের মধ্যেই জিম ব্যবহার করার সুযোগ পেয়েছেন। তবে বিপত্তি হয়েছে স্কোয়াডের ৯ জনকে নিয়ে। কারন যে বিমানে করে বাংলাদেশ দল নিউজিল্যান্ডে গিয়েছে সেই বিমানের একজন যাত্রী করোনা পজেটিভ হয়েছে। বিমানে সেই যাত্রীর আশেপাশে থাকা সবার জন্য তাই আইসোলেশনের মেয়াদ বাড়ানো হয়েছে। তাদেরকে ১০ দিন আইসোলেশনে থাকতে হবে। এই ৯ জনের মধ্যে অধিনায়ক মোমিনুল হক, ইয়াসির আলি রাব্বি, টিম ডিরেক্টর খালেদ মাহমুদ ও নির্বাচক আব্দুর রাজ্জাকও আছেন। এখন এদের সাথে যোগ হয়েছে রঙ্গনা হেরাথের করোনা পজেটিভ হওয়ার খবর।
অবশ্য দলের সাথে থাকা বাংলাদেশ দলের নির্বাচক আবদুর রাজ্জাক জানিয়েছেন তারা সবাই এখনও পর্যন্ত ভালো আছেন। গতকালও দলের বেশ কজন সদস্যের কোভিড পরীক্ষা করানো হয়েছে। আর সে পরীক্ষার ফল পাওয়া যাবে আজ বৃহস্পতিবার স্থানীয় সময় সকালে। এরপর বুঝা যাবে তাদের আইসোলেশনের কি হবে। করোনার ব্যাপারে বেশ কঠোর নিউজিল্যান্ড প্রশাসন। তাই সেখানে গিয়ে দ্বিতীয়বারের মত কঠিন নিয়ম মানতে হচ্ছে বাংলাদেশ দলের সদস্যদের। নিউজিল্যান্ডে এবারের সফরে দুটি টেস্ট খেলবে বাংলাদেশ। সিরিজটি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। ১ জানুয়ারি থেকে শুরু টেস্ট সিরিজ।

পূর্ববর্তী নিবন্ধএবার ব্যাংকের মালিক হচ্ছেন সাকিব
পরবর্তী নিবন্ধঅনি স্মৃতি টেবিল টেনিস লিগে ব্রাদার্স ইউনিয়ন চ্যাম্পিয়ন