আর কদিন পরেই বিশ্বকাপ। আর সে বিশ্বকাপের আগে নিজেদের প্রস্তুত করার ভালো একটা সুযোগ পাচ্ছে বাংলাদেশ। কদিন আগে এশিয়া কাপ শেষ করে আসা বাংলাদেশ আজ থেকে মুখোমুখি হচ্ছে নিউজিল্যান্ডের। এশিয়া কাপটা টাইগারদের জন্য সুখের না হলেও ভারতের বিপক্ষে শেষ ম্যাচটি জিতে নিজেদের বেশ ভালভাবেই ঝালাই করে নিয়েছে। আর সে সুখ স্মৃতি নিয়ে আজ কিউইদের মুখোমুখি হচ্ছে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে। যদিও এই সিরিজে দু’দলই নিজেদের সেরা দলকে খেলাচ্ছে না। তারপরও যারা ফর্মে নেই বা যারা দলে ছিল না তাদের জন্য এই সিরিজ ভাল একটি সুযোগ নিজেদের প্রমাণ করার। কারণ এই সিরিজের পরেই যে বিশ্বকাপের দল ঘোষণা করবে বাংলাদেশ।
আর তাই বিশ্বকাপের জন্য আত্মবিশ্বাস যোগাতে নিউজিল্যান্ডকে হারানোর লক্ষ্য নিয়ে আজ মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু করছে বাংলাদেশ দল। একই ভেন্যুতে সিরিজের সবগুলো ম্যাচ শুরু হবে দুপুর ২টা থেকে।
ঘরের মাঠে নিজেদের সর্বশেষ ওয়ানডে সিরিজে আফগানিস্তানের কাছে ২–১ ব্যবধানে হেরেছিল। ২০১৫ সালের পর ঘরের মাঠে টাইগারদের তৃতীয় সিরিজ হার। এর মধ্যে একমাত্র ইংল্যান্ডের কাছে দু’বার সিরিজ হেরেছে বাংলাদেশ। আফগানিস্তান সিরিজের পর এশিয়া কাপে জ্বলে উঠতে না পারলেও সুপার ফোর পর্বের শেষ ম্যাচে ভারতকে হারিয়ে স্মরণীয় সাফল্য অর্জন করে টাইগাররা। আর সেটাকে কাজে লাগাতে চায় তারা। তাছাড়া নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে ২০১০ এবং ২০১৩ সালে সিরিজ জিতেছিল বাংলাদেশ। দুই সিরিজেই হোয়াইট ওয়াশ হয়েছিল কিউইরা। তবে তাদের মাঠে গিয়ে সবশেষ সিরিজে ২০২০ সালে হোয়াইট ওয়াশ হয়ে এসেছিল টাইগাররা। তাছাড়া ঘরের মাঠে বাংলাদেশ বরাবরই শক্ত প্রতিপক্ষ যেকোন দলের জন্য।