নিউজিল্যান্ডের বিপক্ষে ‘এ’ দল ঘোষিত

| রবিবার , ২৭ এপ্রিল, ২০২৫ at ৪:৫৬ পূর্বাহ্ণ

নিউজিল্যান্ডের ‘এ’ দলের বিপক্ষে ওয়ানডে সিরিজের বাংলাদেশ ‘এ’ দলে জায়গা পেলেন তরুণ পেসার শরিফুল ইসলাম। ১৫ জনের এই দলে সবচেয়ে উল্লেখযোগ্য নামটি অবশ্য মোস্তাফিজুর রহমান। এই সময়ে দেশের অভিজ্ঞতম পেসারকে রাখা হয়েছে ‘এ’ দলে। তিন ম্যাচ সিরিজের প্রথম দুই ওয়ানডের জন্য এই দুই বাঁহাতি পেসারসহ জাতীয় দল ও আশপাশে থাকা ক্রিকেটারদের নিয়ে শক্তিশালী দল সাজানো হয়েছে। দলের ১৪ জনেরই আছে আন্তর্জাতিক ক্রিকেট খেলার অভিজ্ঞতা। অভিজ্ঞতায় পরিপূর্ণ স্কোয়াডে কোনো অধিনায়কের নাম ঘোষণা করেনি বিসিবি। তিন ওয়ানডে ও দুটি চার দিনের ম্যাচ খেলতে আগামী বৃহস্পতিবার বাংলাদেশে আসবে নিউজিল্যান্ড ‘এ’ দল। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ৫, ৭ ও ১০ মে সিরিজের তিন ওয়ানডে। প্রায় এক মাসের দুটি চার দিনের ম্যাচও খেলবে কিউইরা। সিলেটে আগামী ১৪ মে শুরু হবে প্রথমটি। এরপর মিরপুর শেরই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ২১ শুরু হবে দ্বিতীয় চার দিনের ম্যাচ।

বাংলাদেশ ‘এ’ দল : পারভেজ হোসেন, মোহাম্মদ নাঈম শেখ, এনামুল হক, মাহিদুল ইসলাম, সাইফ হাসান, ইয়াসির আলি চৌধুরি, নুরুল হাসান সোহান, মোসাদ্দেক হোসেন, শামীম হোসেন, তানভির ইসলাম, নাঈম হাসান, ইবাদত হোসেন চৌধুরি, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, রেজাউর রহমান রাজা।

পূর্ববর্তী নিবন্ধবাফুফে অনূর্ধ্ব-১৫ ফুটবল লিগের ফাইনালে চট্টগ্রামের হার
পরবর্তী নিবন্ধপিএসএল খেলতে গেলেন নাহিদ রানা