নিউজিল্যান্ডের প্রথম আদিবাসী নারী গভর্নর জেনারেল পেল

| শুক্রবার , ২২ অক্টোবর, ২০২১ at ৫:৪২ পূর্বাহ্ণ

নিউ জিল্যান্ডের ইতিহাসে প্রথম আদিবাসী গভর্নর জেনারেল হিসেবে শপথ নিয়েছেন মাউরি জনগোষ্ঠীর সদস্য ডেম সিনডি কিরো। এ পদে প্রথম আদিবাসী নারীও তিনি। খবর বিডিনিউজের। বৃহস্পতিবার রাজধানী ওয়েলিংটনে নতুন গভর্নর জেনারেল হিসেবে শপথ নিয়ে সিনডি কিরো অভিবাসী ও প্রান্তিক নাগরিকদের কাছে পৌঁছানোর প্রতিশ্রুতি দিয়েছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। শপথ অনুষ্ঠানে উপস্থিত অল্প সংখ্যক অতিথির উদ্দেশ্যে আদিবাসী এই নারী গভর্নর জেনারেল বলেন, তিনি তার মাউরি ও ব্রিটিশ- উভয় উত্তরাধিকার নিয়েই গর্বিত। ব্রিটিশ রাজা বা রানিই তাদের একসময়কার উপনিবেশ নিউ জিল্যান্ডের আনু্‌ষ্ঠানিক রাষ্ট্রপ্রধান, গভর্নর জেনারেল তাদের প্রতিনিধিত্ব করেন। নিউ জিল্যান্ডের এ গভর্নর জেনারেলের পদ অলঙ্কারিক, বিভিন্ন বিলে স্বাক্ষর করে তা আইনে পরিণত করাসহ সাংবিধানিক কিছু দায়িত্ব পালন ও নানান রাষ্ট্রীয় অনুষ্ঠানে সভাপতিত্ব করা ছাড়া তার তেমন কোনো ক্ষমতা থাকে না।

পূর্ববর্তী নিবন্ধমহাকাশে নিজেদের বানানো রকেট পাঠাল দ. কোরিয়া
পরবর্তী নিবন্ধজলবায়ু প্রতিবেদন পাল্টে ফেলতে ধনী দেশগুলোর তদবিরের তথ্য ফাঁস