নিউজিল্যান্ডের উইকেট মানে পেস বোলারদের রাজত্ব। যেখানে স্পিনারদের তেমন কিছু করার থাকেনা। যদিও সাম্প্রতিক সময়ে কিছুটা পরিবর্তণ আসছে কিউই উইকেটের চরিত্রে। সবশেষ অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে স্পিনাররা ছড়ি ঘুরিয়েছে। আর সে হিসেবে বাংলাদেশ দল স্বপ্ন দেখছে স্পিন দিয়ে স্বাগতিকদের বধ করার। আর সে কাজটা কিভাবে করতে তারই তালিমটা দিচ্ছেন দেশটির সাবেক অধিনায়ক এবং বাংলাদেশ দলের স্পিন কোচ ডেনিয়েল ভিট্টরি। যদিও গতকালের প্রস্তুতি ম্যাচে মোটেও সুবিধা করতে পারেননি স্পিনাররা। গতকাল খেলা শেষে মিরাজ জানান সকালের আবহাওয়া বোলারদের সহায়তা করেছে। একটু মেঘলা আবহাওয়া ছিল। হয়তো বোলাররা বাড়তি সুবিধা পেয়েছেন।
মিরাজ স্পিন কোচ ড্যানিয়েল ভিট্টরির প্রশংসা করে বলেন মাঝে দীর্ঘ প্রায় দেড় বছর তার সার্ভিস না পেলে গত ৫ দিন ভিট্টরির সাহচর্য পেয়েছি। এ বিশ্বমানের স্পিনারের টিপস কাজে লাগানোর চেষ্টাও করছি। মিরাজ বলেন, আমি যতটুকু চেষ্টা করেছি লাইন লেন্থটা ভালো জায়গায় রেখে বল করার । আর কিছু ভ্যারিয়েশন নিয়ে কাজ করছিলাম গত এক সপ্তাহ ড্যানিয়েলের সাথে। ও হয়তো আমাকে দুই একটা টিপস দিয়েছিল কীভাবে করলে ভালো হবে। সেটা নিয়ে আমি ম্যাচে করার চেষ্টা করেছি। মিরাজের নিজের উপলব্ধি, নিউজিল্যান্ডের মাটিতে বোলিং বৈচিত্র খুব দরকার। স্পিন কোচ ভিট্টরিও সে পরামর্শ দিয়েছেন। এখানে বৈচিত্রটা খুব গুরুত্বপূর্ণ। যেটা আমাকে ড্যানিয়েলও বলেছেন। এখানে হয়তো ১-২ বল পরপর বৈচিত্র আনা জরুরী। মিরাজ বলেন কখনো আস্তে গতি কমিয়ে কখনওবা একটু জোরের মিশ্রণ ঘটিয়ে এবং লাইন লেন্থটা ঠিক রাখা গুরুত্বপূর্ণ। আমি মনে করি ফিল্ডিং সেটআপ নিয়ে যদি লাইন লেন্থ এবং ভ্যারিয়েশন অনুযায়ী বল করা যায়, হয়তো উইকেট বের করতে না পারলেও রানটা আটকানো যাবে। আমি এটাই চেষ্টা করছি। আগামী শনিবার থেকে ডুনেডিনে শুরু হচ্ছে দু দলের মধ্যকার ওয়ানডে সিরিজ। নিউজিল্যান্ডের মাটিতে এখনো পর্যন্ত কোন ম্যাচ জিততে পারেনি বাংলাদেশ দল। তবে এবারে ইতিহাসের ব্যতিক্রম ঘটাতে চান তামিম ইকবাল। আর সে পথে তামিমের বড় অস্ত্র হতে পারেন মেহেদী হাসান মিরাজ। তার স্পিনেই বড় স্বপ্ন দেখছে টাইগাররা। সে তামিলটাও পাচ্ছেন মিরাজ ডেনিয়েল ভিট্টরির কাছে। এখন মাঠে সেটা দেখানোর অপেক্ষা।