বাংলাদেশ ক্রিকেট দল এখন নিউজিল্যান্ড সফরে রয়েছে। কিন্তু সেখানে গিয়ে কঠোর আইসোলেশনে কাটাতে হচ্ছে টাইগার ক্রিকেটারদের। প্রথম ছয়দিন একেবারে রুমের মধ্যে থাকতে হবে। যার তিনদিন পার হয়ে গেছে এরই মধ্যে। আর এই আইসোলেশনটাই যেন অসহ্য লাগছে তাসকিনের কাছে। টানা দুই দিন পুরোপুরি ঘরবন্দি থাকতে হয়েছে। দুই দিন পর ৩০-৪০ মিনিটের জন্য দলের অন্য সদস্যদের সঙ্গে দেখা করতে পেরেছেন ঠিকই, কিন্তু বজায় রাখতে হয়েছে ২ মিটার দূরত্ব। তাসকিনের অবস্থা রীতিমতো “ছেড়ে দে মা কেঁদে বাঁচি” এর মত। তাসকিন সংবাদমাধ্যমকে বলেছেন, আসলে এ রকম আইসোলেশনে একটি আলাদা অভিজ্ঞতা। আর আগে কখনো এভাবে সময় কাটানো হয়নি। প্রায় ৪৮ ঘণ্টা পর আমরা ৩০-৪০ মিনিটের জন্য ২ মিটার দুরত্ব বজায় রেখে হাঁটার সুযোগ পেয়েছি। তারপর আবার রুমে চলে এসেছি। তার সাথে ছিলেন সৌম্য সরকার, শেখ মেহেদী হাসান এবং সাইফউদ্দিন। ক্ষণিকের জন্য হলেও সবার সঙ্গে দেখা হওয়াতে ভাল লেগেছে। টানা দুই দিন একদম বন্দি রুমে। প্রথম করোনা পরীক্ষায় সবার নেগেটিভ আসার পরে আমাদের হাঁটতে দিয়েছে। আরও কিছু টেস্ট বাকি আছে। বলা যায় এই আইসোলেশন আলাদা অনুভূতি। এই অভিজ্ঞতাটা যত দ্রুত শেষ হবে তত ভাল। তাসকিন জানান এই কঠিন সময়টা কাটছে আসলে পরিবারের সঙ্গে ফোনে কথা বলে এবং সিনেমা দেখে। বিসিবি থেকে আমাদের কিছু শরীরচর্চারও ব্যবস্থা করে দিয়েছে।
কিছু কর্মসূচি দেওয়া হয়েছে রুমে যে সব শরীরচর্চা করা সম্ভব সেগুলো করার জন্য। সব মিলিয়ে এভাবেই সময় কেটে যাচ্ছে। আরো চারদিন একেবারে রুমে থাকতে হবে। এরই মধ্যে আরো দুইবার করোনা টেস্ট করা হবে। সেখানে নেগেটিভ হলে গ্রুপ করে অনুশীলনের সুযোগ পাবে টাইগাররা।