মার্কিন যুক্তরাষ্ট্রে প্রায় ১৫ দিনের বেশি কাটানোর পর এবার ক্যারিবীয় দ্বীপপুঞ্জে গেল বাংলাদেশ ক্রিকেট দল। কন্ডিশনের সাথে মানিয়ে নিতে বেশ আগেভাগে যুক্তরাষ্ট্রে যায় বাংলাদেশ দল। সেখানে স্বাগতিকদের বিপক্ষে তিনটি টি–টোয়েন্টি ম্যাচ খেলে। এরপর দুটি আইসিসির প্রস্তুতি ম্যাচ। অবশেষে ডালাস এবং নিউইয়র্কে বিশ্বকাপের প্রথম এবং দ্বিতীয় ম্যাচ খেলেছে টাইগাররা। গত সোমবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপের যুক্তরাষ্ট্র পর্ব শেষ হলো বাংলাদেশের। এবার টি–টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বে শেষ দুই ম্যাচ খেলার জন্য ওয়েস্ট ইন্ডিজের সেন্ট ভিনসেন্টে পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল। গত সোমবার রাতে নিউইয়র্কে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ শেষ করার পরই টাইগার ক্রিকেটারদের ছিল ফ্লাইট ধরার তাড়া। যদিও বিলম্বে ছেড়েছে ফ্লাইট। যে কারণে ওয়েস্ট ইন্ডিজের দ্বীপ সেন্ট ভিনসেন্টে সময়মতো পৌঁছাতে পারেনি বাংলাদেশ দলের ক্রিকটোররা। একই ফ্লাইটে যাত্রী হিসেবে ছিল দক্ষিণ আফ্রিকা দলের ক্রিকেটাররাও। সেন্ট ভিনসেন্টে বাংলাদেশ প্রথম ম্যাচ আগামীকাল ১৩ জুন নেদারল্যান্ডসের বিপক্ষে। এরপর ১৭ জুন একই ভেন্যুতে মুখোমুখি হবে নেপালের। দুটি ম্যাচে জিতলেই সুপার এইটে যাওয়ার রাস্তা পরিষ্কার হয়ে যাবে টাইগারদের। ২ ম্যাচে ১ জয়ে ২ পয়েন্ট নিয়ে ডি গ্রুপের দুইয়ে আছে নাজমুল হোসেন শান্তর দল।