নিংড়ে আকাশ নামে যদি এক সমুদ্র প্রেমের বারি
ভিজবে তো সব কাতর পরান কই যাবে এই জগত ছাড়ি
সে জল ভরা স্নানে যখন হৃদয় কানন ভরবে রসে
উৎলাবে প্রেম ছলাৎ ছলাৎ নাচবে ভুবন প্রেমোল্লাসে
সাথে হবে প্রেম দরিয়ায় উপচে দু’কুল ভাবের বান
তোমার তরী খুঁজবে আমায় উতল হবে শীতল প্রাণ
একলা তখন করবেটা কী? ভাবো তোমার কোনো উপায়
আমি যদি না রই পাশে কে দেবে ফুল ঐ খোঁপায়
ডানে বামে চতুর্দিকে মাতবে সবাই হুলস্থুল
প্রেমারণ্যে আবছা আলোয় ফুটবে ফুলে সব মুকুল
স্বর্গে মর্তে ভাবে প্রেমে জুড়বে সাঁকো যুগল সব
আমায় ছাড়া তোমরা তখন পালন হবে কি উৎসব
তোমার অলি থাকলে দূরে কাটবে কি ঐ বসন্ত দিন
হাতটা ধরো দুজনারই বাজুক মনে আনন্দ বীন
আকাশ ভাঙুক প্রেমের জলে জোৎস্না নামুক পূর্ণিমায়
দু হাত ধরে ডুব সাতারে চলো ভাসি প্রেমের না’য়