না থেকেও আছো

সুতপা চক্রবর্তী | বৃহস্পতিবার , ১৬ নভেম্বর, ২০২৩ at ৫:৫৮ পূর্বাহ্ণ

নিত্য

তোমার দেখা পাই না বলে

কষ্ট হলেও

দুঃখ নেই

দীর্ঘ অপেক্ষা

কান্না হলেও

কঠিন প্রেমের কারণ বটে

স্পর্শহীনতা

অস্থিরতা বাড়ালেও

স্বল্প সময়ের স্থায়ী স্বর্গীয় সুখের সৃষ্টিকর্তা

তুমি না থেকেও

এমনই চরম পাওয়া হয়ে

থাকো আমাতে সর্বদা

পূর্ববর্তী নিবন্ধকথা
পরবর্তী নিবন্ধঅগ্নিরথ