পৃথিবীর বুক চিড়ে ঝড়ে পড়ছে
কোটি কোটি লিটার জলরাশি,
বাতাসে ভেসে আসা জলকণায়
দেখা যায় গাংচিলের স্বপ্নভাসি।
অবিরাম গর্জন, বিস্ময়কর সৌন্দর্য, অদম্য শক্তির মহামিলনের কেন্দ্র পৃথিবীর অষ্টম আশ্চর্য্য বলে খ্যাত কানাডা ও যুক্তরাষ্ট্রের সীমান্ত জুড়ে প্রকৃতির সিম্ফনি নায়াগ্রা জলপ্রপাত। নয় শুধুই দৃষ্টিনন্দন, ইতিহাস ও রোমান্স, বিদ্যুৎ সরবরাহ ও প্রবাহ, ভিন্ন ভিন্ন তিনটি জলপ্রপাতের অনন্য বিস্ময়ের মিলিত প্রবাহে সৃষ্টি হয়েছে পৃথিবীর অন্যতম শক্তিশালী নদী প্রপাত। যার গর্জনে মুখরিত হচ্ছে প্রায় অর্ধ কিলোমিটার বিস্তৃত প্রান্তর। মেইড অব দা নেস্ট নৌযাত্রায় ঝর্ণার নীচে গা ভিজিয়ে নেওয়া, রংধনুতে রাঙানো দৃশ্য অবলোকন ও সম্মুখে দাঁড়িয়ে বিস্মিতায়ন। প্রায় ৩০ মিলিয়ন পর্যটককে মোহিত ও মিলিত করে প্রতি বছরে। শুধু এক টুকরো প্রকৃতির দৃশ্যায়ন নয়, এক জীবন্ত সিম্ফনি নায়াগ্রা ফলস্। গর্জে ওঠা জলরাশির ঝলমলে রংধনু আর প্রকৃতির অফুরান শক্তি একাকার হয়ে মিশে যায় এই অনন্ত সিম্ফনিতে।
রাতের নায়াগ্রা জাগে অপরূপ সাজে,
আলোক বিচ্ছুরিত হয় হৃদয়ের মাঝে।
সৃষ্টির অপরূপ সৌন্দর্যে বিমোহিত প্রাণ,
অন্তরে সুধায় শুধুই স্রষ্টার জয়গান।
নায়াগ্রা শুধুই যেন চোখে দেখার নয়
হৃদয়ে ধারণ করার অপূর্ব প্রক্ষেপণ,
যেখানে গর্জন আর সৌন্দর্য মিলেমিশে
রচিত হয় জীবনের স্মরণীয় আলাপন।