নায়ক জাফর ইকবাল হলেন গীতিকবি কবির বকুল!

| সোমবার , ২৯ সেপ্টেম্বর, ২০২৫ at ৭:৫৩ পূর্বাহ্ণ

বিশ্ব হার্ট দিবস ২৯ সেপ্টেম্বর। দিনটিকে মাথায় রেখে একটি বিশেষ ওভিসি নির্মাণ ও প্রকাশ করেছে বেক্সিমকো ফার্মা। যেখানে প্রথমবারের মতো মডেলের ভূমিকায় হাজির হয়ে রীতিমতো চমকে দিলেন দেশের অন্যতম গীতিকবি কবির বকুল। যদিও সেখানে কবিকে দেখা গেছে নায়ক জাফর ইকবালের বেশে! ওভিসি দেখলে লংশটের দৃশ্য ধরে যে কেউ দাবি করতে পারবেন, এই বুঝি পর্দায় ফিরে এলেন নায়ক জাফর ইকবাল। কণ্ঠে তুলে নিলেন ৮০’র দশকের বিখ্যাত সেই গান ‘এক হৃদয়হীনার কাছে/ হৃদয়ের দাম কী আছে’! ৮৬ সালের দিকে তৈরি এই সুপারহিট গানটি রফিকুল আলম গাইলেও বিটিভির অনুষ্ঠানে সেই গানের সঙ্গে ঠোঁট মিলিয়ে ভাগ বসান জাফর ইকবালও। ফলে বেশিরভাগ দর্শকশ্রোতারা এখনও বিশ্বাস করেন গানটি জাফর ইকবালেরই গাওয়া। সেই পুরনো বিশ্বাস যেন আরেকবার উজ্জ্বল হয়ে উঠলো কবির বকুলকে দিয়ে তৈরি এই ওভিসির দৌলতে। তবে ওভিসি নির্মাতা মুজতবা জাহিদ জানান, এটি নির্মাণের আগেই গানটির মূল শিল্পী রফিকুল আলমের কাছ থেকে অনুমতি নিয়েছেন। আর গানটিকে হার্ট দিবসের জন্য বেছে নেওয়ার কারণ, এর হৃদয়ভিত্তিক কথামালা। জীবনে প্রথমবার এমন কাজের অংশ হলেন কবির বকুল। ১৬ সেপ্টেম্বর রাতে একটা ফোন কল পেলাম। পরিচয় দিয়ে বলা হলো, ২৯ তারিখ বিশ্ব হার্ট দিবস। দিনটিকে সামনে রেখে তারা একটা ওভিসি করতে চান। যার মাধ্যমে হার্ট দিবসে সবার প্রতি একটা ম্যাসেজ থ্রো করতে পারেন। সঙ্গে জাফর ইকবালকেও স্মরণ করার চেষ্টা থাকবে। এখানেই শেষ নয়। এরপর বললেন, আমার চেহারার সঙ্গে নাকি জাফর ইকবালের মিল আছে! তারা চান, আমি জাফর ইকবাল হয়ে গানটিতে যেন পর্দায় ঠোঁট মিলাই! প্রথমে অবাক হয়েছি। পরে বিষয়টা বেশ ইন্টারেস্টিং মনে হলো। কিছু না ভেবে রাজি হয়ে গেলাম। জীবনে প্রথম এমন কোনও কাজে যুক্ত হওয়া প্রসঙ্গে বললেন কবির বকুল। খুব দ্রুত সময়ের মধ্যে ২০ সেপ্টেম্বর বিএফডিসিতে সেট তৈরি করে শেষ হলো শুটিং। যেখানে কবির বকুল হাজির হলেন জাফর ইকবাল গেটআপে। তাই নয়, শেষে তাকে বলিউড কিংবদন্তি দেবানন্দ গেটআপেও দেখা যাচ্ছে একই টিভিসিতে।

পূর্ববর্তী নিবন্ধহাসিনের আয়োজনে কনা গাইলেন ‘নীরবে’
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম সিএসইতে লেনদেন ১৩.২৪ কোটি টাকা