নায়ক ওয়াসিমও চলে গেলেন

আজাদী অনলাইন | রবিবার , ১৮ এপ্রিল, ২০২১ at ১:৩৯ পূর্বাহ্ণ

কিংবদন্তী চিত্রনায়িকা কবরীকে হারানোর একদিনের মধ্যেই এবার চলে গেলেন বর্ষীয়ান অভিনেতা ওয়াসিম।
শনিবার (১৭ এপ্রিল) দিনগত রাত সাড়ে বারোটায় রাজধানী ঢাকার শাহাবউদ্দিন মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন)। বাংলানিউজ
তাঁর মৃত্যুর তথ্যটি নিশ্চিত করেছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান।
এক সময় বাণিজ্যিক-অ্যাকশনের পাশাপাশি ফোক-ফ্যান্টাসি সিনেমার এক নম্বর আসনটি দখলে ছিল ওয়াসিমের।
১৯৭২ সালে ঢাকাই সিনেমাতে ওয়াসিমের অভিষেক হয় সহকারী পরিচালক হিসেবে ‘ছন্দ হারিয়ে গেলো’র মাধ্যমে।
আর নায়ক হিসেবে তার যাত্রা শুরু হয় মহসিন পরিচালিত ‘রাতের পর দিন’ সিনেমার মাধ্যমে।
দিন যতই যেতে থাকে ওয়াসিমের জনপ্রিয়তা ততই আকাশচুম্বী হয়। এক সময় বাণিজ্যিক ঘরানার সিনেমায় অপরিহার্য নায়ক হয়ে উঠেছিলেন তিনি।
তার অভিনীত উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে ‘ছন্দ হারিয়ে গেলো’, ‘রাতের পর দিন’, ‘দোস্ত দুশমন’, ‘দি রেইন’, ‘রাজদুলারী’, ‘বাহাদুর, ‘মানসী’, ‘সওদাগর’, ‘নরম গরম’, ‘বেদ্বীন’, ‘ঈমান’, ‘লাল মেম সাহেব’ ইত্যাদি। বর্তমানে সিনেমা থেকে দূরেই রয়েছেন তিনি। দীর্ঘদিন ধরে তার নতুন কোনো সিনেমা মুক্তি পায়নি।

পূর্ববর্তী নিবন্ধইলিয়াস আলীর গুমের পেছনে বিএনপির কেউ জড়িত: মির্জা আব্বাস
পরবর্তী নিবন্ধদক্ষিণ কোরিয়ায় আদিবাসীদের মনোজ্ঞ উপস্থাপনায় বাংলা নববর্ষ উদযাপন