নাড়ী

লিপি তালুকদার | রবিবার , ২৩ জুলাই, ২০২৩ at ৫:০৭ পূর্বাহ্ণ

জরায়ু আঁকড়ে ধরে রাখা সুখ

যদি বুকের ভেতর থেকে ডাকে,

কোমলতার পরশে জুড়িয়ে যায়

আত্মজা বলে জেনো তাকে।

নাড়ীর নাড়ীতে টান আছে বলেই

এখনো জীবনযাপন সুন্দর,

সম্পর্কগুলো বেঁচে থাকুক

মানুষের বাহির কিংবা অন্দর।

জীবনযাত্রা নয় কিছু সহজলভ্য

পাওয়ার চেয়ে দেওয়া কঠিন,

হাজার সম্পকের্র ভীরে মানুষ

নাড়ীর বাঁধনে থেকে যায় ঋণ।

পূর্ববর্তী নিবন্ধপ্রিয়জনের একটি চিঠির অপেক্ষায়
পরবর্তী নিবন্ধদেশ হতে দেশান্তরে