নাহিদের ৫ উইকেটে বাংলাদেশের লিড

কিংস্টন টেস্ট

| মঙ্গলবার , ৩ ডিসেম্বর, ২০২৪ at ১০:৩২ পূর্বাহ্ণ

ষষ্ঠ টেস্টে এসে প্রথমবার পাঁচ উইকেটের স্বাদ পেলেন নাহিদ রানা। গতিময় এই পেসারের ক্যারিয়ার সেরা বোলিংয়ে প্রথম ইনিংসে লিড নিল বাংলাদেশ। এক সময়ে ১ উইকেটে ৮৫ রানের দৃঢ় ভিত গড়া ওয়েস্ট ইন্ডিজকে ১৪৬ রানে গুটিয়ে দিলেন নাহিদ। গতি, আগ্রাসন, নিয়ন্ত্রণ আর বুদ্ধিদীপ্ত বোলিংয়ের পসরা সাজিয়ে ৬১ রানে ২২ বছর বয়সী পেসার নিলেন ৫ উইকেট। প্রথম ইনিংসে ১৬৪ রান করা বাংলাদেশ পেল ১৮ রানের লিড। খবর বিডিনিউজের।

কিমার রোচকে এলবিডব্লিউ করে নিজের পঞ্চম উইকেট নেওয়ার পাশাপাশি স্বাগতিকদের ইনিংসের ইতি টানেন নাহিদ। অফ স্টাম্প ঘেঁষে করা ডেলিভারির লাইনে যেতে পারেননি ব্যাটসম্যান। আম্পায়ার এলবিডব্লিউ দেওয়ার পর রিভিউ নেন তিনি। কিন্তু কাজ হয়নি। ইম্প্যক্ট ছিল আম্পায়ার্স কল, বল লাগত অফ স্টাম্পে। প্রথম তিন ব্যাটসম্যানের পর ওয়েস্ট ইন্ডিজের আর কেউ যেতে পারেননি দুই অঙ্কে। দ্বিতীয় উইকেটের পর তাদের আর কোনো জুটির রান যায়নি ১৫ পর্যন্ত।

সংক্ষিপ্ত স্কোর (দ্বিতীয় দিন শেষে) : বাংলাদেশ ১ম ইনিংস : ১৬৪

ওয়েস্ট ইন্ডিজ ১ম ইনিংস : (আগের দিন ৭০/) ৬৫ ওভারে ১৪৬ (ব্র্যাথওয়েট ৩৯, লুই ১২, কার্টি ৪০, হজ ৩, আথানেজ ২, গ্রেভস ২, দা সিলভা ৫, আলজারি জোসেফ ৭, রোচ ৮, শামার জোসেফ ৬, সিলস ৮*; হাসান ১১১৯, তাসকিন ১৪২০, নাহিদ ১৮৬১, তাইজুল ১৭২৪, মিরাজ ৫১৫)

পূর্ববর্তী নিবন্ধএইচএসসির ফরম পূরণ শুরু ২ মার্চ
পরবর্তী নিবন্ধঅভিযানে আড়াই লাখ টাকা জরিমানা, উপকরণ ধ্বংস